বেশ কিছু দিন ধরেই  শহরের বিভিন্ন কেবল চ্যানেলে চলছিল ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাওয়ার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে বলা হচ্ছিল, ‘খড়কুটো’ আর ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করতে চাইলে অমুক নম্বরে যোগাযোগ করুন। সেই নম্বরে যোগাযোগ করা হলে জানানো হত, যোধপুর পার্কের এক ঠিকানায় ৬০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সাধারণ মানুষের কাছে বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে, ‘খড়কুটো’ বা ‘মোহর’-এ অভিনয় করতে গেলে ওই ধারাবাহিকের নির্মাতা ম্যাজিক মোমেন্টস   নাম নথিভুক্তকরণের জন্য মানুষের কাছ থেকে টাকা চাইছে! পরে জানা গেল, বিষয়টা সম্পূর্ণ ভুল! 

রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়ের কোম্পানির নাম নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় শশীকান্ত ভৌমিক নামে এক ব্যক্তিকে। অভিযোগ, বাংলার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকে চরিত্র পাইয়ে  দেওয়ার নাম করে  লক্ষাধিক টাকার প্রতারণা করছিল শশীকান্ত নামে এক ব্যক্তি। 

Find out more: