‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’তে আইএএফ স্কোয়াড্রন লিডার বিজয় কার্নিকের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। শুট ফের শুরু হচ্ছে। একটি বারো দিনের অ্যাকশন সিকোয়েন্স শুট করার কথা রয়েছে সে সময়ে। এই সিকোয়েন্সে থাকবেন সঞ্জয় দত্ত ও শরদ কেলকর। আপাতত সঞ্জয় দুবাইয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। শুটিং শিডিউল ফাইনাল হলে দীপাবলির পরে তিনিও শুটিংয়ে যোগদান করবেন। তবে এখনও শুটিং লোকেশন স্থির হয়নি।  প্রোডাকশন টিম একটি নিরাপদ লোকেশনের খোঁজ করছে, যেখানে সকলকে নিয়ে ছবির শুট সম্পূর্ণ করা যাবে। অ্যাকশন সিকোয়েন্স শুট হয়ে গেলে ছবির প্যাচওয়র্কও শেষ করে ফেলা হবে সেখানে। পরবর্তী শিডিউলে যোগদান করবেন সোনাক্ষী সিংহ ও নোরা ফতেহি। অতিমারির কারণে ছবি মুক্তির দিন পিছিয়েছে ২০২১-এ। ডিজ়নি-হটস্টারেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালনায় রয়েছেন অভিষেক দুধাইয়া। এই ছবি ছাড়া অজয়ের হাতে রয়েছে ‘ময়দান’, ‘চাণক্য’-এর মতো ছবি। নভেম্বরেই ‘ময়দান’-এর একটি শিডিউলের শুটিংয়ের কথাও রয়েছে। সেই ছবির মুক্তির পরিকল্পনাও আগামী বছর। 

Find out more: