সৌমিত্রের চিকিৎসা কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য একাধিক বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি করেছেন বেলভিউ কর্তৃপক্ষ। অশীতিপর অভিনেতার মস্তিষ্কের সচেতনতা ১০ থেকে ১১-র মধ্যে ঘোরাফেরা করছে (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। মূত্র নির্গমন মোটামুটি স্বাবাবিকই রয়েছে। এই মুহূর্তে একদিন অন্তর ডায়ালিসিস হচ্ছে তাঁর। তবে খুব শীঘ্র আর ডায়ালিসিসের প্রয়োজন পড়বে না বলে আশাবাদী চিকিৎসকেরা।
সৌমিত্রের চিকিৎসা কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য একাধিক বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি করেছেন বেলভিউ কর্তৃপক্ষ। অশীতিপর অভিনেতার মস্তিষ্কের সচেতনতা ১০ থেকে ১১-র মধ্যে ঘোরাফেরা করছে (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। মূত্র নির্গমন মোটামুটি স্বাবাবিকই রয়েছে। এই মুহূর্তে একদিন অন্তর ডায়ালিসিস হচ্ছে তাঁর। তবে খুব শীঘ্র আর ডায়ালিসিসের প্রয়োজন পড়বে না বলে আশাবাদী চিকিৎসকেরা।