সিবিআই তদন্ত চলছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক উন্নয়নের জন্য 'অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত' উদ্যোগে একটি বিশেষ আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই উদ্যোগের সমর্থনেই মুখ খুললেন অঙ্কিতা। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, '''অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত'-এর উদ্যোগে স্থানীয়দের সেবায় একটা আন্দোলন চলছে। আমি এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন করছি। আমি চাই, সবার দীপাবলি খুব ভালো কাটুক। তার জন্য আপনাদের কী করতে হবে জানেন? ওনারা যে ছোট ছোট জিনিসপত্র বানান, সেগুলি ওনাদের থেকে কিনুন। ওনারা যে ফুলঝুরি, পটাকা, মিষ্টি বানান, সেগুলি কিনুন। তাতে ওনাদের কাছে টাকা পৌঁছবে, ওনাদেরও দীপাবলি ভালো কাটবে।''

Find out more: