অন্যদিকে, মাদক মামলায় এবার নাম জড়ালো বলিউডের ফিল্ম প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার। রবিবার, আচামকাই তল্লাশি চালিয়ে ফিরোজ নাদিওয়াদওয়ালার বাড়ি থেকে উদ্বার হয় মাদক। যদিও সেসময় প্রযোজক বাড়িতে ছিলেন না বলেই জানা যাচ্ছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই প্রযোজককে সমন পাঠিয়েছে NCB।
অন্যদিকে, মাদক মামলায় এবার নাম জড়ালো বলিউডের ফিল্ম প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার। রবিবার, আচামকাই তল্লাশি চালিয়ে ফিরোজ নাদিওয়াদওয়ালার বাড়ি থেকে উদ্বার হয় মাদক। যদিও সেসময় প্রযোজক বাড়িতে ছিলেন না বলেই জানা যাচ্ছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই প্রযোজককে সমন পাঠিয়েছে NCB।