সিবিআই তদন্ত চলছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, দিনভর তল্লাশি, জেরার পর অবশেষে গ্রেফতার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ। রবিবার সকালে এনসিবি-র অফিসাররা তল্লাশি চালানোর পর ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে প্রযোজকের বাড়ি থেকে। সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না ফিরোজ। তাঁর বদলে তাঁর স্ত্রীকেই জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার অফিসে নিয়ে যান অফিসারেরা। শাবানার বয়ান রেকর্ডের পরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। দিনভর তল্লাশির পর কী জানতে পারে এনসিবি? সূত্র জানাচ্ছে, প্রযোজকের বাড়ি থেকে উদ্ধার হওয়া গাঁজা সরবরাহ করেছিল ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতান নামের এক মাদক ব্যবসায়ী। যাকে ৬ নভেম্বর গ্রেফতার করে এনসিবি। মাদক সংক্রান্ত মামলায় বেশ কয়েক জন সন্দেহভাজনকে জেরার করার পর ফিরোজের নাম সামনে আসে। এই প্রতিবেদনের ছবি - ফাইল ছবি

Find out more: