অন্যদিকে, দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে রবিবার সকালে কমেডিয়ান ভারতী সিংহের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় এনসিবি। টানা ১৫ ঘণ্টা জেরার পর এ দিন সকালে তিনি গ্রেফতার হন। এর আগে শনিবার রাতেই মাদক যোগে গ্রেফতার হন ভারতী। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে তারকাদের মাদক যোগের বিষয়টি এনসিবির সামনে আসে। তার পরই বিভিন্ন তারকার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করে এনসিবি।
অন্যদিকে, দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে রবিবার সকালে কমেডিয়ান ভারতী সিংহের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় এনসিবি। টানা ১৫ ঘণ্টা জেরার পর এ দিন সকালে তিনি গ্রেফতার হন। এর আগে শনিবার রাতেই মাদক যোগে গ্রেফতার হন ভারতী। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে তারকাদের মাদক যোগের বিষয়টি এনসিবির সামনে আসে। তার পরই বিভিন্ন তারকার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করে এনসিবি।