মহামারীর কোপ গিয়ে পড়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও। এবার এই অনুষ্ঠানও তাই ভার্চুয়াল। ৮ জানুয়ারি, শুক্রবার নবান্ন সভাঘর থেকে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই তাঁর কিছু সিনেমার ভিডিয়ো কোলাজে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। যা দেখে চোখে জল এসে যায় উপস্থিত অতিথিদের। 

অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ বারের উৎসবের আগে বহু শিল্পীকে হারিয়েছি আমরা। তার দুঃখ রয়ে গিয়েছে।’’ তবু স্বাস্থ্যবিধি মেনে উৎসব চালিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। হল মালিকদের কাছে আবেদন জানান, করোনাবিধি মেনে দর্শকদের ছবি দেখার ব্যবস্থা করে দিতে। উদ্বোধনে ছিলেন রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাংসদ নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, তনুশ্রী চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পায়েল সরকার, অরিন্দম শীল, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ। ফিল্মোৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। করোনাবিধি মেনে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ-সহ মোট আটটি প্রেক্ষাগৃহে ছবি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। 

Find out more: