করোনার কারণে এ বারের উৎসবের সূচনার অনেকটাই ভার্চুয়াল মাধ্যমে। কোভিডের কারণে জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধির উপর। কোভিডের কারণে এ বার ই-টিকিটের ব্যবস্থা। গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধির উপর: রাজ চক্রবর্তী, চেয়ারম্যান, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অন্যদিকে, গোটা বিশ্বজুড়েই এখন কঠিন পরিস্থিতি। সেকথা মনে করিয়ে দিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উপস্থিত তারকাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ''স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে নিন''। জানান, তিনিও স্বাস্থ্য সাথী কার্ড করেছেন। এই কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা থাকছে, সেকথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।  

শুক্রবার নবান্ন সভাঘর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব ছিলেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী। দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত  দেব, রুক্মিণী মৈত্রী, ইন্দ্রাণী হালদার, তনুশ্রী চক্রবর্তী, সোহম চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। এসেছিলেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসুকেও। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রেখে সত্যজিৎ স্মারক বক্তৃতায় অংশ নিতে হাজির হয়েছিলেন পরিচালক অনুভব সিনহা। 

Find out more: