বাংলা সিনেমার সুপারস্টার থেকে গোয়েন্দা, যাঁরা এতদিন বাংলা সিনেমায় অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আজকে একটু জেনে নেওয়া যাক। তবে সব তথ্যই ইন্টারনেট থেকে পাওয়া। ১) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: কথিত আছে তিনি নিজেই ইন্ডাস্ট্রি। টলিউডের বুম্বা দা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ২) জিৎ : উইকিপিডিয়া বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়-কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্রাজুয়েট হন। ৩) দেব : পুণের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স-এ ডিপ্লোমা করেন।
৪) যীশু সেনগুপ্ত : উইকিপিডিয়া বলছে কলকাতার হেরম্ব চন্দ্র কলেজ থেক ইকোনমিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করেন। ৫) অনির্বাণ ভট্টাচার্য : উইকিপিডিয়া বলছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটকে স্নাতকোত্তর করেন। ৬) পরমব্রত চট্টোপাধ্যায় : উইকিপিডিয়া বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে মাস্টার্স করেন। ৭) আবীর চট্টোপাধ্যায় : উইকিপিডিয়া বলছে, গোয়েঙ্কা কলেজ থেকে বি.কম পাস করার পর ICFAI বিজনেজ স্কুল থেকে MBA করেন অভিনেতা। ৮) বিক্রম চট্টোপাধ্যায় : জানা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ৯) টোটা রায় চৌধুরী : জানা যায়, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ১০) যশ দাশগুপ্ত : মধ্যপ্রদেশের কোনও বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার নিয়ে গ্র্যাজুয়েশন করেন বলে জানা যায়। ১১ ) অঙ্কুশ হাজরা : উইকিপিডিয়া বলছে, হেরিটেজ অ্যাকাডেমি থেকে BBA করেছেন অভিনেতা। বি:দ্র: অভিনেতাদের এই নাম্বারিং কোনও অভিনয় বা শিক্ষাগত যোগ্যতার নিরিখে করা হয়নি। নিছকই লেখা হয়েছে খবর হিসেবে।
Find out more: