করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটের মোকাবিলায় শিবসেনার (Shivsena) যুব শাখার সঙ্গে মিলিত ভাবে কাজ করবে অভিনেতা সলমন খানের সংস্থা। খাবারের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী- এমন প্রায় ৫ হাজার করোনা যোদ্ধার হাতে। দলের কোর কমিটির সদস্য রাহুল কনল এক বিবৃতিতে বলিউড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সলমনের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং জলের বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। দলের কোর কমিটির সদস্য রাহুল কনল এক বিবৃতিতে বলিউড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সলমনের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং জলের বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। ভাইজান নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মান পরীক্ষা করছেন। তিনি আরও জানান, সলমনের মা সলমা খান তাঁদের বাংলোর নিরাপত্তারক্ষীদের নিজের হাতে খাবার বানিয়ে খাইয়েছেন। এ বিষয়ে রাহুলের মত, ‘বারবরই সলমন করোনা যোদ্ধাদের প্রচণ্ড শ্রদ্ধা করেন। তাঁরা দিনের পর দিন অতিমারি ঠেকানোর যুদ্ধে ব্যস্ত। তাই ভাইজান তাঁদের সুবিধার্থেই এই পদক্ষেপ নিয়েছেন’।
অন্যদিকে, গত এক সপ্তাহ ধরে সারা দেশে অত্যন্ত দ্রুত হারে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যাবৃদ্ধির প্রেক্ষিতে ওই সব বিজয়মিছিল ও সমাবেশের উপর মঙ্গলবার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় কী কী থাকবে, তা মঙ্গলবারই সবিস্তারে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা ভোট হয়েছে অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ২ মে।
Find out more: