পশ্চিমবঙ্গে বিধানসভা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। ২১৩ টি সিট পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে তৃণমূল। আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা। একই সঙ্গে রেকর্ডও বটে, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করতে চলেছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রথম বাংলার বিধানসভায় থাকবে না কোনও বাং-কংগ্রেস বিধায়ক। যা এককথায় স্বাধীনতার পর নজিরবিহীন ঘটনা। তবে এই বিধানসভা নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল থেকেই সেলিব্রিটি প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, যাঁরা রুপোলি পর্দা থেকে রাজনীতির ময়দানে পা দিয়েছিলেন। তাঁদের নির্বাচনী ফল একবার দেখে নেওয়া যাক, কারা জিতলেন আর কারা পরাজিত হলেন-

১) বাবুল সুপ্রিয় : কেন্দ্রীয় মন্ত্রী তিনি। এবারে টালিগঞ্জ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে পরাজিত হয়েছেন

২)  দেবদূত ঘোষ : তিনিও টালিগঞ্জ থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। নির্বাচনে তিনি টালিগঞ্জ বিধানসভায় ভোটের নিরিখে তৃতীয় হয়েছেন

৩) লকেট চট্টোপাধ্যায় : বিজেপি প্রার্থী হিসেবে হুগলী থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তাই এবারের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন তিনি। কিন্তু তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের কাছে পরাজিত হন তিনি

৪) হিরণ চট্টোপাধ্যায় : বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের গড় খড়গপুর সদরে দাঁড়িয়েছিলেন। এবং তিনি জয়ী হয়েছেন

৫) জুন মালিয়া : মেদিনীপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন

৬) পায়েল সরকার : বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি

৭) শ্রাবন্তী চট্টোপাধ্যায় : বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র খেরে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী হিসেবে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজতি হন তিনি

৮) রুদ্রনীল ঘোষ : মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবনীপুর থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী বিদায়ী বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পারজিত হন

৯) অঞ্জনা বসু এবং লাভলী মৈত্র : সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অঞ্জনা বসু দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী হিসেবে আর লাভলী দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী হিসেবে  ষেষ হাসি হাসেন লাভলী মৈত্রই

১০) অগ্নিমিত্রা পল এবং সায়নী ঘোষ : আসানসোল দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন অগ্নিমিত্রা পল।পরাজিত হন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

Find out more: