মর্মাহত অনুরাগীরা অভিনেতার আত্মার শান্তির কামনা করতেও শুরু করে দিয়েছিলেন ইতিমধ্যেই। তার পরেই ‘শক্তিমান’-এর আগমন ইনস্টাগ্রামে। মঙ্গলবার রাতেই তিনি একটি ভিডিয়ো করে তাঁর সুস্থতার খবর দেন। যেখানে তাঁর অন্যতম পরামর্শ, ‘‘যারা এমন খবর ছড়াচ্ছে, তাদের ধরে ধরে মারুন।’’ ভিডিয়োয় তিনি জানালেন, ‘‘আমি একদম ভাল আছি। আপনাদের প্রার্থনায় আমি সুস্থ। আপনাদের ভালবাসা পেলে কেউ কী ভাবে খারাপ থাকবে!’’ মুকেশের মতে, যারা ভুয়ো মৃত্যুর খবর ছড়ায়, তারা অন্ধকারের দূত। তিনি জানান, তাঁর পরিবারেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফোনের পর ফোন আসছে। তার পরেই তিনি অনুরাগীদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার কথা ভাবেন।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৩ লাখ ৪৮ হাজার ৪২১।   দুদিন ধরে নিম্নমুখী ছিল করোনা (Corona) আক্রান্তের গ্রাফ! তবে কমছে না মৃতের সংখ্যা। বরং বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায়,  আশার আলো জেগেছিল, কিন্তু আবারও বাড়ল আক্রান্তের সংখ্যা। তবে এমনটা হওয়ারই ছিল। কারণ, বহু ক্ষেত্রেই বা বিগত বছরেও দেখা গিয়েছে, যখনই করোনা আক্রান্তের সংখ্যা কমেছে তারপরই এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। তবে বিভিন্ন রাজ্যে লকডাউন, কড়া স্বাস্থ্যবিধি পালন, নয়া গাইডলাইন জারি করার  ফলেও আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনও নিয়ে ফেলেছেন প্রায় ১৭ কোটিরও বেশি ভারতবাসী।

Find out more: