তাঁর মৃত্যুর খবর গুজব বলে নিজেই সে কথা জানিয়েছিলেন মুকেশ খান্না। তবে তিনি ভয়ও পেয়েছিলেন। মঙ্গলবার মুকেশ খন্নার মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড় নেটমাধ্যম। বুধবার রাতে তিনিই নেটমাধ্যমে জানালেন, ‘করোনা যুদ্ধে জিতেও দিদি চলে গেল!’ অভিনেতার দাবি, খবর শুনে এই প্রথম ভয় পেলেন তিনি! নিজের সামাজিক পাতায় তিনি আরও জানিয়েছেন, করোনা সংক্রমণে অকেজো হয়ে গিয়েছিল দিদির ফুসফুসে। তাই কোভিডমুক্ত হয়েও শেষরক্ষা হল না।
অন্যদিকে, নির্বাচনে হেরে গেলে সেই সব প্রার্থীদের আর এলাকায় দেখা পাওয়া যায় না, এমন কথা শোনা যায়। সোনারপুরে অবশ্য অন্য ছবি ধরা পড়ল। দলের কর্মীদের পাশে এসে দাড়ালেন সোনারপুরের বিজপি প্রার্থী অঞ্জনা বসু। নির্বাচনের ফল ঘোষণার পরও বিরোধী পক্ষের প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন এলাকার উন্নয়নের জন্য আমায় যে কোনও প্রয়োজনে যোগাযোগ করবে, আমি নিশ্চয়ই সাহায্য করব। তবে এক্ষেত্রে নিজেই এগিয়ে এলেন অভিনেতা। ভোট পরবর্তী হিংসায় জর্জরিত সোনারপুর এলকাও। প্রচুর দলের কর্মী ঘরছাড়া। সোনারপুর দক্ষিন বিধানসভা এলাকায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ালেন অঞ্জনা বসু ৷ নির্বাচনের ফলাফল প্রকাশের পর এলাকার বহু বিজেপি কর্মী সমর্থক কর্মহীন ৷ তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কার্যত গৄহবন্দী হয়ে রয়েছেন তারা ৷ বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে ৷ এই অবস্থায় তাদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী তুলে দিলেন অঞ্জনা বসু ৷ আশ্বস্ত করলেন, তাঁরা একা নন, দল তাঁদের সঙ্গে রয়েছে।
Find out more: