করোনা মোকাবিলায় প্রায় ১৫ কোটি টাকা খরচ করেছেন, এই খতিয়ান দিয়েছিলেন কয়েকদিন আগেই। এবার সেই ব্লগেই অমিতাভ বচ্চন জানালেন, পোল্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনতে চলেছেন তিনি। কোভিড মোকাবিলায় এইভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে চাইছেন বর্ষীয়ান অভিনেতা। অমিতাভ জানিয়েছেন, পোল্যান্ডের কনসাল তাঁকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর দিতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছিলেন অভিনেতা। ভারতে যে সব প্রতিষ্ঠানে অক্সিজেনের ঘাটতির জন্য চিকিৎসায় ব্যাঘাত ঘটছে, সে সব জায়গায় অক্সিজেন কনসেনট্রেটর আনার ইচ্ছাপ্রকাশ করেন। অমিতাভের কথা শোনার পরেই তিনি অভিনেতাকে পোল্যান্ডের একটি কোম্পানির খোঁজ দেন। সেখানে অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করা হচ্ছে। সেই কোম্পানির সন্ধান পাওয়ার পরেই তড়িঘড়ি ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনার ব্যবস্থা করেন অমিতাভ। অমিতাভের কথা শোনার পরেই তিনি অভিনেতাকে পোল্যান্ডের একটি কোম্পানির খোঁজ দেন। সেখানে অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করা হচ্ছে। সেই কোম্পানির সন্ধান পাওয়ার পরেই তড়িঘড়ি ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনার ব্যবস্থা করেন অমিতাভ। 

শুধু অক্সিজেন কনসেনট্রেটরই নয়, বলিউড অভিনেতা অমিতাভ তাঁর ব্লগে আরও জানিয়েছেন যে, ২০টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছেন তিনি। সেগুলির মধ্যে ১০টি ইতিমধ্যেই বৃহন্মুম্বই মিনিসিপ্যাল কর্পোরেশন (BMC)এবং মুম্বইয়ের বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০টি ভেন্টিলেটরও  মে মাসের মধ্যেই চলে আসবে বলে জানিয়েছেন অভিনেতা। বাকি দশটি ভেন্টিলেটরও  মে মাসের মধ্যেই চলে আসবে বলে জানিয়েছেন অভিনেতা।

Find out more: