শ্যুটিং করতে গিয়ে আহত প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী এবং পপ তারকা নিক জোনাস। ছোটপর্দার একটি অনুষ্ঠানের জন্য শনিবার শ্যুট করছিলেন নিক। তখনই আচমকা চোট পান তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । নিকের এই চোট কতটা গুরুতর তা যদিও জানা যায়নি। তবে রবিবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, রোজ হাজারে হাজারে কোভিড আক্রান্তের মৃত্যু নাড়িয়ে দিয়েছে দেশবাসীর বিশ্বাসের ভিত। আক্রান্ত, যাঁদের অবস্থা বেশ খারাপ, তাঁরা যাচ্ছেন হাসপাতালে। উপসর্গ কম অথবা উপসর্গহীনরা বাড়িতেই থাকছেন। স্ট্রেস, মানসিক অবসাদ তাঁদের নিত্যসঙ্গী। ওষুধ, বিশ্রাম, ইমিউনিটি যুক্ত খাবারের সঙ্গে এবার প্রাণখোলা গান। চারণ ফাউন্ডেশনের সঙ্গে এমন অভিনব একটি উদ্যোগ নিয়ে এলেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র একটি উদ্যোগ নিয়ে এলেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র । তাঁর সোশ্যাল হ্যান্ডেলে এমনই একটি পোস্ট করলেন লোপামুদ্রা। তাতে তিনি লিখেছেন,’গান শুনে, গল্প করে, আড্ডা দিয়ে যদি কোন কোভিড পজিটিভ রোগী খানিক সময়ের জন্য হলেও মন ভালো করতে চান,আমি আছি আপনাদের সঙ্গে’। পোস্টের নিচে দেওয়া ফোন নম্বর। সেখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। তাঁর সোশ্যাল হ্যান্ডেলে এমনই একটি পোস্ট করলেন লোপামুদ্রা। তাতে তিনি লিখেছেন,’গান শুনে, গল্প করে, আড্ডা দিয়ে যদি কোন কোভিড পজিটিভ রোগী খানিক সময়ের জন্য হলেও মন ভালো করতে চান,আমি আছি আপনাদের সঙ্গে’। পোস্টের নিচে দেওয়া ফোন নম্বর। সেখানে হোয়াটসঅ্যাপ করতে হবে।
Find out more: