তবে শুধু করোনা আক্রান্তদের জন্য এই ব্যবস্থা নয়। রুকমা টলিউডের ক্যামেরার পিছনের অসংখ্য মানুষদের জন্যও এই ব্যবস্থা রেখেছেন। এমনকী ইন্ডাস্ট্রির বাইরে এই কার্যত লকডাউনের জন্য যাঁরা সমস্যায় পড়েছেন তাঁদের পাশেও রুকমা ও তাঁর বন্ধুরা দাঁড়াবেন। বয়স্ক মানুষদের জন্য খাবার পৌঁছে দেবে 'সামওয়ান টু সামওয়ান'। শুধু একটা ফোন কলই যথেষ্ট। তবে আপাতত অল্প দিনের পরিকল্পনা মাথায় নিয়ে নামলেও এটা এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছেন এই চার বন্ধু। কিন্তু এই নন প্রফিট অর্গানাইজেশনে আরও কেউ যুক্ত হলে সেই কাজ আরও সুবিধা হয় বলেই মত তাঁদের। তাই আরও কেউ যুক্ত হতে চাইলে উপরোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে।
তবে শুধু করোনা আক্রান্তদের জন্য এই ব্যবস্থা নয়। রুকমা টলিউডের ক্যামেরার পিছনের অসংখ্য মানুষদের জন্যও এই ব্যবস্থা রেখেছেন। এমনকী ইন্ডাস্ট্রির বাইরে এই কার্যত লকডাউনের জন্য যাঁরা সমস্যায় পড়েছেন তাঁদের পাশেও রুকমা ও তাঁর বন্ধুরা দাঁড়াবেন। বয়স্ক মানুষদের জন্য খাবার পৌঁছে দেবে 'সামওয়ান টু সামওয়ান'। শুধু একটা ফোন কলই যথেষ্ট। তবে আপাতত অল্প দিনের পরিকল্পনা মাথায় নিয়ে নামলেও এটা এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছেন এই চার বন্ধু। কিন্তু এই নন প্রফিট অর্গানাইজেশনে আরও কেউ যুক্ত হলে সেই কাজ আরও সুবিধা হয় বলেই মত তাঁদের। তাই আরও কেউ যুক্ত হতে চাইলে উপরোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে।