এমনই মজার মানুষ ছিলেন উৎপল দত্ত। তাঁর সহপাঠী অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, 'উৎপলকে প্রথম দিন স্কুলে দেখে মনে হয়েছিল “গ্যালিভার”-এর পাতা থেকে যেন এক অতিমানব এসেছে স্কুলে!' উৎপল দত্তও আরও অনেক কিছুর সঙ্গে বাংলা ভাষাকে প্রচুর অপ্রচলিত শব্দ উপহার দিয়ে গেছেন। তবে প্রচলন হয়নি। এই সময় সংবাদপত্রে প্রকাশিত এক লেখায় স্টোরিটির লেখক শুভাশিস মৈত্র লিখেছিলেন, "হ্যাঁ, বাংলাতেই লেখা, কিন্তু এই বাংলার একটা বড় অংশ আজ আমাদের অচেনা। এমন ভাষা অবশ্য তীতুমীর সহ অন্য আরও নাটকে উৎপল দত্ত ব্যবহার করেছেন।
এমনই মজার মানুষ ছিলেন উৎপল দত্ত। তাঁর সহপাঠী অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, 'উৎপলকে প্রথম দিন স্কুলে দেখে মনে হয়েছিল “গ্যালিভার”-এর পাতা থেকে যেন এক অতিমানব এসেছে স্কুলে!' উৎপল দত্তও আরও অনেক কিছুর সঙ্গে বাংলা ভাষাকে প্রচুর অপ্রচলিত শব্দ উপহার দিয়ে গেছেন। তবে প্রচলন হয়নি। এই সময় সংবাদপত্রে প্রকাশিত এক লেখায় স্টোরিটির লেখক শুভাশিস মৈত্র লিখেছিলেন, "হ্যাঁ, বাংলাতেই লেখা, কিন্তু এই বাংলার একটা বড় অংশ আজ আমাদের অচেনা। এমন ভাষা অবশ্য তীতুমীর সহ অন্য আরও নাটকে উৎপল দত্ত ব্যবহার করেছেন।