গ্রামগঞ্জের হাসপাতালগুলিতে তুলনামূলকভাবে উন্নতমানের চিকিৎসা পরিষেবার অভাব রয়েছে। এই ভাবনা থেকেই গ্রামের হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা উন্নয়নে সাহায্য করতে এগিয়ে এলেন খ্যাতনামা গায়ক তথা মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিং। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অরিজিৎ। সেখানে তিনি জানিয়েছেন, দেশের গ্রামীণ অঞ্চলের অধিকাংশ হাসপাতালেই চিকিৎসা বা রোগ নির্ণয়ের জন্য উন্নত যন্ত্রপাতি অমিল। এই অতিমারি কালে মানুষকে সেগুলির অভাবে যাতে না ভুগতে হয়, সেই জন্যই মূলত এই পরিকল্পনা করেছেন গায়ক। এই অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দিয়ে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কিনবেন তিনি। তাই তিনি সাধ্য মতো অর্থ দান করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অনুরাগীদের । আগামী রবিবার অর্থাৎ ৬ জুন রাত ৮টায় অরিজিতের ফেসবুক পাতায় দেখা যাবে সেই অনুষ্ঠান।
সম্প্রতি মা কে হারিয়েছেন অরিজিৎ। করোনামুক্ত হয়ে যাওয়ার পরও ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় গায়কের মা অদিতি সিং-এর। তবে এর পরেও থেমে থাকেননি তিনি। জানা যায়, সম্পূর্ণ নিজের উদ্যোগে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতরকে ৫টি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়ে সাহায্য করেছেন তিনি। তবে এখানেই থেমে থাকতে চান না গায়ক, গ্রামের মানুষের জন্য আরও কিছু এবার সঙ্গীতের সাহায্য নিচ্ছেন অরিজিৎ। তবে এখানেই থেমে থাকতে চান না গায়ক, গ্রামের মানুষের জন্য আরও কিছু এবার সঙ্গীতের সাহায্য নিচ্ছেন অরিজিৎ।
Find out more: