যে টানটান চিত্রনাট্য নিয়ে 'দ্যা ফ্যামিলি ম্যান' শুরু হয়েছিল, সেই সিরিজের দ্বিতীয় অধ্যায় যেন আরও জমজমাট। তবে অবশ্যই দর্শককে একটানা স্ক্রিনের সামনে বসিয়ে রাখার কৃতিত্ব মনোজ বাজপেয়ীর অসাধারণ অভিনয় দক্ষতা। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কারা এই সিজিনে অভিনয় করেছেন অভিনেতা: মনোজ বাজপেয়ী,শারিব হাশমি,প্রিয়ামণি,সামান্থা আক্কিনেনি,শরদ কেলকর,দালিপ তাহিল,পবন চোপড়া,দর্শন কুমার পরিচালক: কৃষ্ণা ডি কে,রাজ নিদিমোরু,সুপর্ণ বর্মা কেমন হলো দ্য 'ফ্যামিলি ম্যান ২' ? মুক্তি পাওয়ার কথা ছিল ৪ জুন শুক্রবার। কিন্তু সবাইকে চমকে দিয়ে কোনওরকম ঘোষণা ছাড়াই একদিন আগে ৩ জুন ওটিটি প্ল্যাটফর্মে দিব্যি স্ট্রিমিং শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের। এই পার্টে মনোজ বাজপেয়ী, শারিব হাসমি, প্রিয়ামণির সঙ্গে এবার চর্চায় ছিলেন সাউথের অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। এই সিরিজে তিনি সব থেকে উল্ল্যেখযোগ্য চরিত্র। গল্পের কেন্দ্র বিন্দু। চাপা রঙের বাগি কমান্ডোর অভিনয় চোখে মন ভরিয়ে দেবে। 

একদিকে যেমন তাঁর জন্য উদ্বেগ তৈরি হবে। অন্যদিকে উদ্বেগ বাড়াবে দেশের চিন্তা। কি করে ফের দেশকে রক্ষা করেন মনোজ সেটাই দেখার। সেই সঙ্গে শ্রীকান্তের পরিবার তো রয়েছেই। চূড়ান্তে টেনশনের মধ্যেও কীভাবে TASC ফোর্সের গুরুদায়িত্বপ্রাপ্ত শ্রীকান্ত চেষ্টা চালিয়ে যায় পরিবারে তালমিল বজায় রাখা তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গোটা সিরিজ জুড়ে। তবে এই সবের মধ্যেও প্রাধান্য পায় স্পাই-থ্রিলার অ্যাডভেঞ্চার। টানটান চিত্রনাট্য এই সিরিজের ইউএসপি। এর কৃতিত্ব ভাগ করে নিয়েছেন কৃষ্ণা ডি কে,রাজ নিদিমোরু এবং সুপর্ণ বর্মা। মনোজ বাজপেয়ীর সঙ্গে সমানে তাল মিলিয়ে গিয়েছেন শারিব হাশমি। তাঁর চরিত্রে খুবই ভালো মানিয়েছে দক্ষিণীর তারকা সামান্থা আক্কিনেনি-কে। তবে তাঁর অভিনয় দক্ষতা সব জায়গায় সঠিকভাবে প্রকাশিত হয়নি। অল্পসময়ের স্ক্রিন প্রেজেন্স হলেও, নিজের অভিনয়ের জাত ফের প্রমাণ করেছেন প্রিয়ামণি। এমনিতেই তামিল সরকার বিরোধ করেছিল এই সিরিজের তারপরে মমতার আদলে সিরিজের চরিত্র অঙ্কন এবং টানটান উত্তেজনায় ভরা চিত্রনাট্য-সবমিলিয়ে দ্বিতীয় সিজন দর্শকের প্রত্যাশা পূরণে সফল।

Find out more: