সম্প্রতি বরুন ধাওয়ান পোষ্য হিসেবে বিরল প্রজাতির একটি কুকুর নিয়ে এসেছেন। ইনস্টাগ্রামে চারপেয়ে সন্তানের সঙ্গে একটি ভিডিয়ো দিয়েছেন অভিনেতা। সেখানে দেখা যাছে, ঘরের মেঝেতে একটি সাদা টি শার্ট পরে শুয়ে আছেন বরুণ। অভিনেতার ‘ছেলে’ তাঁর চারপাশে লাফিয়ে ঝাঁপিয়ে খেলা করছে। ভিডিয়োটি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘পিতৃত্ব। আমার ছেলের নাম ঠিক করতে পারিনি। আমাকে সাহায্য করুন।’ জোয়া আখতার, কৃতি স্যানন, টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারা ভালবাসা জানিয়েছেন বরুণের সন্তানকে। জোয়া আখতার, কৃতি স্যানন, টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারা ভালবাসা জানিয়েছেন বরুণের সন্তানকে।
অন্যদিকে, সদ্য করোনা আক্রান্ত হয়েছিলেন আদিত্য। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথমে একটি ১৫ এপ্রিলের ছবি পোস্ট করলেন, এদিনই তাঁর করোনা ধরে পড়ে। তার পরই পরের ছবি পোস্ট করেন ১৫ জুনের। ঠিক ২ মাসের মাথায় নিজেকে কতটা বদলে ফেলেছেন তিনি, সেইর উদাহরণ তুলে ধরলেন টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক আদিত্য নারায়ণ। এই ছবি পোস্ট করে তিনি লেখেন সেই দিন অর্থাৎ দু মাস আগে যে/ যাঁরা আমায় ভালবাসেন নি, আজও তাঁদের আমার উপর অধিকার নেই। আদিত্যর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মিশ্র প্রতিক্রিয়া মিলেছে আদিত্যর ছবিতে। কেউ বলেছেন 'আগের ছবিতে তিনি যেমনই থাকুন না কেন, তাতে নিজস্বতা ছিল', কেউ আবার বলেছেন 'যেমনই চেহারা হোক তা নিয়েই গর্ব করুন, খুশি থাকুন।' কেউ কেউ আবার তাঁকে বলেছেন 'হট', 'নতুন রূপ দেখে বেশ লাগল'।
Find out more: