শনিবার কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নিউ আলিপুর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। রবিবার বিকেলে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাল্টা এফআইআর করেছেন চেতলা থানায়।এমনকী কাঞ্চন মল্লিকের স্ত্রীর অভিযোগের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন ‘বান্ধবী’ শ্রীময়ী চট্টরাজ। রবিবার তাঁর বিরুদ্ধে তোলা কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ নস্যাৎ করলেন ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের অভিনেতা। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, ‘সময় সব কথা বলবে। আদালতে উকিলের মাধ্যমে যা বলার বলব।’ তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকির জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কোনও নেতা বা কারও নাম নিই নি। পিঙ্কিদিকে বলুন, প্রমাণ দিতে। পুলিস তদন্ত শুরু করুক, সত্যিটা বেরিয়ে আসবে’।

অন্যদিকে, বিধানসভা ভোটের ঠিক আগে আগে রাজনীতিতে যোগ দিয়ে বিধায়ক হয়েছেন কাঞ্চন মল্লিক। এ বার উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশের কাছে নির্যাতনের অভিযোগ করেছেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি চট্টোপাধ্যায়। বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে সঙ্গে নিয়ে মানসিক নির্যাতনের অভিযোগও উঠেছে। কিন্তু এই বিতর্কে দলের বিধায়কের পাশে দাঁড়াচ্ছে না তৃণমূল। বরং, দূরত্বই রাখছে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এটা একেবারেই পারিবারিক বিষয়। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আর আমি বিষয়টা জানিও না। সুতরাং, কোনও মন্তব্য করব না।’’ এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এটা একেবারেই পারিবারিক বিষয়। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আর আমি বিষয়টা জানিও না। সুতরাং, কোনও মন্তব্য করব না।’’

Find out more: