৬ জুন হাসাপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। চলেছিল অক্সিজেন সাপোর্ট। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা থেকে জানা গিয়েছিল, দিলীপ কুমারের ২টি ফুসফুসেই জল জমে রয়েছে। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল অভিনেতার। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতাকে। কিন্তু মঙ্গলবার রাতে ফের হাসপাতালে ভর্তি করানো বর্ষীয়ান বলিউড অভিনেতাকে। শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ কুমার। হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন তিনি। একই মাসে দু’বার হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। গত বার শ্বাসকষ্ট নিয়েই হিন্দুজা হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তখন সাময়িক ভাবে সুস্থ হয়ে গেলেও আবার একই সমস্যা ফিরে এল।
অন্যদিকে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্ত্রী রত্না পাঠক (Ratna Pathak)। রত্না পাঠক (Ratna Pathak) জানান, নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)র ফুসফুসে নিউমোনিয়ার একটি 'ছোট প্যাচ' ধরা পড়েছে। তবে উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত ওঁর অবস্থা স্থিতিশীল। আশাকরি খুব শীঘ্রই ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আপাতত ওঁর অবস্থা স্থিতিশীল। আশাকরি খুব শীঘ্রই ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রসঙ্গত, বেশকিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান।
Find out more: