করোনাকালে নতুন বিনোদনের মাধ্যম খুঁজে নিয়েছে দেশবাসী। দেশে সিনেমা হল বন্ধ, কিন্তু বিনোদন তো বন্ধ হতে পারে না। তাই করোনায় কাবু দেশ গত দেড় বছর ধরে ঘরবন্দি থেকে ওটিটি বা ওভার দ্য প্ল্যাটফর্মের বিনদনে বুঁদ হয়ে আছে। ওটিটি-তে গল্পই নায়ক। ওটিটি-তে অভিনেতাই নায়ক। লার্জার দ্যন লাইফ নয়, নায়কদের অতি মানবিক হয়ে ওঠা নয়। ওটিটি বিনোদনে আসল নায়ক গল্প, অভিনয়, দুরন্ত পরিচালনার অদ্ভুত মিশেল। আর ওটিটি প্ল্যাটফর্ম দেশে জন্ম দিয়েছে নতুন তারকাদের। শাহরুখ খান-সলমন খানরা আর দেশের বিনোদনের কিং নয়। বরং ওটিটি প্ল্যাটফর্মে নায়কদের থেকেও অভিনেতারা আশল হিরো হয়ে যাচ্ছেন। আসুন দেখে নেওয়া যাক দেশের ওটিটি প্ল্যাটফর্মের নতুন হিরোদের ১) পঙ্কজ ত্রিপাঠি: দীর্ঘদিন ধরে বলিউডে আছেন। ছোট পর্দায় নজর কাড়লে সেভাবে সিনেমায় নিজের প্রতিভা দেখার সুযোগ পাচ্ছিলেন না। ২০০৪ সালে রান সিনেমায় ছোট্ট একটা চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর অপহরণ থেকে রাবণ, অগ্নিপথ-গ্য়াংস অফ ওয়াসপুর, অগ্নিপথের মত সিনেমায় দেখা যায় তাঁকে। কিন্তু পঙ্কজ ত্রিপাঠিকে দেশজুড়ে হিরো বানাল ওটিটি প্ল্যাটফর্ম। নেটফ্লিক্সে সেক্রেডে গেমসে নিরব ভিলেন গুরুজির চরিত্র থেকে প্রাইম ভিডিওতে মির্জাপুরের প্রধান চরিত্র অখণ্ডানন্দ ত্রিপাঠি (কালিন ভাইয়া), লুডো-তে গ্যাংস্টার, হট স্টার ডিজনির সিরিজ ক্রিমিনাল জাস্টিসে মাধব মিশ্র। এইসব গায়ে কাঁটা দেওয়া চরিত্রে স্মরণীয় অভিনয় করে, ওটিটি প্ল্যাটফর্মে দেশের এক নম্বর তারকার তকমা পান পঙ্কজ ত্রিপাঠি। তাঁর অভিনয়ের বৈশিষ্ট্য যে কোনও চরিত্রকে নিজস্বতা এনে দেন। কমেডি, সাসপেন্স, গ্যাংস্চার সিনেমা, যে ধরনের সিরিজ বা সিনেমাই হোক পঙ্কজ ত্রিপাঠির অভিনয় মানেই সব আকর্ষণ তাঁকে ঘিরেই।
২) নওয়াজউদ্দিন সিদ্দিকি: দুরন্ত অভিনেতা। গ্যাংস অফ ওয়াসিপুর থেকে বজরঙ্গি ভাইজান-এ পাকিস্তান সাংবাদিকের চরিত্র বড় পর্দাতে আগুন ধরিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন নওয়াজ। তবে ওটিটি প্ল্যাটফর্ম নওয়াজকে আলাদা উচ্চতা দিয়েছে। নেটফ্লিক্সের সেক্রেড গেমস-এ গণেশ গাইতোন্ডের চরিত্রে অভিনয় করে নওয়াজ শুধু ভারতের নয়, গোটা বিশ্বে তাঁর ভক্ত তৈরি করেন। এখনও নওয়াজ অভিনীত সেক্রেড গেমস-নেটফ্লিক্সের যে কোনও দেশে প্রথম দশ রেকমেন্ড শো-তে রাখা হয়। এই সিরিজে নওয়াজ একটা ডায়লগ বলেছিলেন, তা হল কাভি কাভি লাগতা হে, আপন হি ভগবান হে। অভিনয়ে নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন গণেশ গায়তোন্ডে ওরফে নওয়াজ। ৩) অদিতি পোহানকর: নায়িকা সুলভ গ্ল্যামার আছে তা বলা যাবে না। নায়িকাদের চেহারা নিয়েও বাজারি শব্দ ব্যবহার করে বাজার গরম করা হয় সেটাও তাকে নিয়ে বলা যাবে না। কিন্তু অদিতির চোখ কথা বলে, কথা বলে অভিনয়। তা সে নেটফ্লিক্সের সি-র ভূমিকার চরিত্রেই হোক বা এমএক্স প্লেয়ারের আশ্রমে কুস্তিগীরের ভূমিকায় বাবা নিরালার আশ্রমে। অদিতি ওটিটি-তে নিজেকে আলাদা স্তরে নিয়ে গিয়েছেন।
৪) মনোজ বাজপেয়ী: তাঁর অভিনয় সব সময়ই সেরাদের তালিকায় থাকে। যে কোনও চরিত্রে একটা আলাদা মাত্রা যোগ করে থাকেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে ভাল গল্প, দারুণ পরিচালনার মাঝে পড়ে মনোজ বাজপেয়ীর অভিনয় যেন আরও খুলে গিয়েছে। প্রাইম ভিডিও-র ফ্যামিলি ম্যান-এ শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় এক আন্ডার কভার এজেন্ট ও পরিবারের মাঝে পড়়ে যাওয়া এক চরিত্রে এমন অভিনয় করেন মনোজ বাজপেয়ী যে দেশ তাঁকে নতুন করে ভালবেসে ফেলে। ওটিটি-তে তিনি রাজা। শুধু ্ভিনয় নয়, ডিসকভারির ওটিটি প্ল্যাটফর্মে সিনাউলি নামের এক তথ্যচিত্রে উপস্থাপক হিসেবেও মন জেতেন মনোজ বাজপেয়ী। নেটফিক্স-এ রে নামের সিরিজেও এক শায়েরের ভূমিকায় অভিনয় করে মন জেতেন তিনি। ৫) বিক্রান্ত মেসি: ২০০৭ সালে ছোট পর্দায় 'ধুম মাচাও ধুম' সিরিয়ালে অভিনয় করে কেরিয়ার শুরু করেন। বালিকা বধুতে তাঁর অভিনয় নজর কাড়ে। বড় পর্দায় প্রথম দেখা যায় লুটেরা সিনেমায়। এরপর এ ডেথ ইন দ্য গুঞ্জ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য পুরস্কার জেতেন। তবে বিক্রান্তকে গোটা দেশের কাছে হিরো বানিয়ে দেয় প্রাইম ভিডিওতে রিলিজ করা জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর। মির্জাপুরে কালিন ভাইয়া-মুন্না ত্রিপাঠির বিরুদ্ধে বাবলু ভাইয়ার চরিত্রে অভিনয় করে মন জেতেন বিক্রান্ত। এরপর মেড ইন হেভেন, ব্রোকেন বাট বিউটিফুল, ক্রিমিনাল জাস্টিসের মত ওয়েব সিরিজেও মনে রাখার মত অঙিনয় করে দর্শকদের মন জেতেন। 'হাসিন দিলরুবা' সিনেমায় তাপসি পান্নুর স্বামীর ভূমিকায় অভিনয় করে বিক্রান্ত সাফল্যের চূড়ায় উঠেছেন। বড় পর্দায় তাঁকে এখন বেশ কয়েকটি বড় প্রজেক্টে দেখা যেতে পারে।
Find out more: