ফারহান আখতার ও ম্রুনাল ঠাকুরের 'তুফান'-এ মুগ্ধ বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। টুইটারে রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত এই ছবির রিভিউ দিলেন বাদশা। লিখলেন, ''আমাদের প্রত্যেকের উচিত তুফান-এর মতো ছবি করা।'' কিং খান (Shah Rukh Khan) টুইটারে 'তুফান' (Toofan) ছবিটি প্রসঙ্গে লেখেন, ''এটি আমার বন্ধু ফারহান আখতার (Farhan Akhtar) ও ওম প্রকাশ মেহরার (Omprakash Mehra) শ্রম ও ভালোবাসার সেরা ফসল। কিছুদিন আগে এটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। পরেন রাওয়ালের পারফরম্যান্স ভীষণই সূক্ষ্ম, এছাড়া ম্রুনাল ঠাকুর, মোহন আগাসের অভিনয়ও প্রশংসা প্রাপ্য। গোটা ছবিটা দেখে আমার মনে হয়েছে, আমাদের প্রত্যেকের উচিত তুফান-এর মতো ছবি করা।'' ফারহানের এন্ট্রি ডোংরির মস্তান রূপে। জ়াফর ভাইয়ের (বিজয় রাজ) হয়ে তোলাবাজি করা আজ়িজ় আলির মাথায় বক্সিংয়ের ভূত চাপে মহম্মদ আলির ভিডিয়ো দেখে। তাকে উৎসাহ দেয় সদ্য আলাপ হওয়া অনন্যা প্রভু (ম্রুণাল ঠাকুর)। মারামারি করে চোট পেলে এই লেডি ডাক্তারের কাছেই হাজির হয় সে। আজ়িজ় শুধুই গলির গুন্ডা নয়, তার রবিনহুডের মন, প্রেমিকের হৃদয়, উঁচুতে ওঠার একগুঁয়েমি— সবই আছে। যেমনটা গল্পের নায়কদের থাকে আর কী! ফর্মুলা মেনে বিধর্মে প্রেমও হয়, মেয়ের বাবার প্রত্যাখ্যান, বাড়িওয়ালার অর্ধচন্দ্র... পরপর ঘটে যায় সূত্র অনুসারে। উপরন্তু মেয়ের বাবা এখানে আজ়িজ়ের গুরুও বটে। কোচ নানা প্রভুর চরিত্রে পরেশ রাওয়ালের কাস্টিং অত্যন্ত লাগসই।
Find out more: