পর্নোগ্রাফি মামলায় এবার রাজ কুন্দ্রার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)কে জিজ্ঞাসাবাদ শুরু করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ  (Mumbai Crime Branch)। সূত্রের খবর, ২০২০ সালের ডিসেম্বরে শিল্পা কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদ থেকে সরে যান তা তাঁর কাছে জানতে চান তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, শুধু রাজ কুন্দ্রা নন, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে চায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। 'Hotshots' বা এধরনের কোনও অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিল্পার কোনও আয় হয়েছে কিনা তদন্তের স্বার্থে তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা।

​প্রসঙ্গত, রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকে এই কঠিন সময়ে মা এবং বোন শমিতা শেট্টির সঙ্গে তাঁদের জুহুর বাংলোতে গিয়ে উঠেছেন অভিনেত্রী। সেখানেই রাজকে নিয়ে পৌঁছে গিয়েছে পুলিশ। শিল্পার কাছে এই বিষয় সম্পর্কিত কোনও তথ্য ছিল কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, আবার নতুন করে তল্লাশি চালানো হবে। এদিকে, শুক্রবারই রাজ কুন্দ্রার পুলিশি হেফাজত শেষ হওয়ার দিন ছিল, কিন্তু আদালতের তরফে তা বাড়িয়ে আরও ৪ দিন করা হয়েছে। পাল্টা, রাজ কুন্দ্রার গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে হাইকোর্টে জামিনের আবদনও জানিয়েছেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, আবার নতুন করে তল্লাশি চালানো হবে। এদিকে, শুক্রবারই রাজ কুন্দ্রার পুলিশি হেফাজত শেষ হওয়ার দিন ছিল, কিন্তু আদালতের তরফে তা বাড়িয়ে আরও ৪ দিন করা হয়েছে। পাল্টা, রাজ কুন্দ্রার গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়ে হাইকোর্টে জামিনের আবদনও জানিয়েছেন তাঁর আইনজীবী।

Find out more: