মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন মুম্বই টেলিভিশনের অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। রক্তচাপ সামান্য কমে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আশা হয় তাঁকে। কিন্তু শ্বেতার এই আকস্মিক অসুস্থতা নিয়ে তাঁকে বিঁধতে পিছপা হননি তাঁর প্রাক্তন স্বামী অভিনব কোহলী। শ্বেতার অতিরিক্ত ওজন ঝরানোর তাগিদকেই তাঁর অসুস্থতার কারণ বলে চিহ্নিত করেছেন অভিনব। নেটমাধ্যমে তিনি একটি বিবৃতি জারি করে লিখেছেন, ‘আমাকে আমার ছেলের সঙ্গে থাকতে না দেওয়ার লড়াইটা অন্য জায়গায়। সেটা আদালতে চলছে। কিন্তু ঈশ্বর ওকে দ্রুত সুস্থ হয়ে উঠুক। অভিনেতারা নিজেদের আরও সুন্দর করে তোলার জন্য, মানুষের বেশি ভালবাসা পাওয়ার জন্য তাঁরা অতিরিক্ত শরীরচর্চা করেন। খুব কম খাবার খেয়ে থাকেন। এ ভাবেই এক দিন ওঁরা ক্লান্ত হয়ে পড়েন।’
অন্যদিকে, একাধিক দক্ষিণী ছবিতে কাজ করলেও এখনও বলিউডে পা রাখেননি অভিনেত্রী রশমিকা মান্দানা (Rashmika Mandanna)। 'শেরশাহ' (Shershaah) অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) বিপরীতে 'মিশন মঞ্জু' (Mission Majnu) ছবিতে বলিউডে ডেবিউ করবেন তিনি। সম্প্রতি একটি পুরুষদের অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন ভিকি কৌশলের (Vicky Kaushal) এবং রশমিকা মান্দানা (Rashmika Mandanna)। বিজ্ঞাপনটিতে (TVC) একজন যোগা ট্রেনারের ভূমিকায় অভিনয় করেন রশমিকা এবং কৌশল তাঁর কাছে যোগাসন শিখতে যান। যোগাসন করার সময় ভিকির অন্তর্বাসটি দেখতে পান রশমিকা এবং সেটার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকেন। পরের দিন ভিকি যোগা ক্লাসে এলে সমস্ত যোগাম্যাট সেল্ফের উপরের দিকে রেখে দেন রশমিকা। যাতে যোগাম্যাট নিতে গেলে ফের ভিকির অন্তর্বাসটি তাঁর নজরে আসে। এই বিজ্ঞাপনটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান নেটিজেনরা। তাঁদের দাবি, বিজ্ঞাপনের কনটেন্ট অত্যন্ত কুরুচিকর। সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষ করেছেন নেটিজেনরা। বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
Find out more: