শাহরুখ-পুত্রের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সে ব্যক্তিকে নিযুক্ত করেছেন শাহরুখ স্বয়ং। এনসিবি সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এই গাড়িচালকই আরিয়ানকে পৌঁছে দিয়েছিলেন। সে কারণেই তাঁকে প্রশ্ন করবেন এনসিবি আধিকারিকরা। এই মুহূর্তে পাখির চোখ প্রমোদতরীতে পাওয়া মাদক দ্রব্য। সেই মাদক জোগানের সূত্র খুঁজছেন এনসিবি আধিকারিকেরা। কোথা থেকে, কী ভাবে মাদক নেওয়া হয়েছিল— তদন্তে তারই উত্তরের হদিশ চলছে।
অন্যদিকে, ক্রুজ পার্টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে ছেলে আরিয়ান খান (Aryan Khan)। এরপর ফের বড় ধাক্কা খেলেন শাহরুখ (Shah Rukh Khan)। কিং খানকে দিয়ে করানো তাঁদের সমস্ত বিজ্ঞাপন আপাতত সরিয়ে নিল ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju। জানা যাচ্ছে, বিজ্ঞাপনের জন্য অগ্রীম বুকিং সত্ত্বেও সংস্থার তরফে সমস্ত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে Byju-র তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ সালে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শাহরুখ (Shah Rukh Khan)। কিং খান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পরই নাকি এই সংস্থার আয় দ্বিগুন বেড়ে গিয়েছিল। বিজ্ঞাপনে ছোটদের ভবিষ্যৎ এবং শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতে শোনা যায়। সম্প্রতি আরিয়ান খানের গ্রেফতারির পরই কিং খানের সেই পরামর্শ শুনতে নারাজ বহু গ্রাহক। টুইটারে এনিয়ে লাগাতার আক্রমণ শুরু হয়।
Find out more: