দীপাবলির আগে আবারও তাঁর শ্রোতাদের জন্য় নতুন চমক নিয়ে হাজির হয়েছেন নচিকেতা। এই প্রথম রেকর্ড করলেন শ্যামা সংগীত। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই গান। গানের নাম ‘তোকে শ‍্যামা’। গানের কথা লিখেছেন, গোবিন্দ প্রামাণিক, সুর রাজকুমার রায়ের। দুর্গাপুজোর আগেই গানটি রেকর্ড করেছিলেন তিনি। কালীপুজোর ঠিক আগে আগে সোশ‍্যাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন নচিকেতা। এটাই এই দীপাবলিতে তাঁর তরফ থেকে অনুরাগীদের জন্য উপহার। সোমবার গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে নচিকেতা জানান, এই গান নিয়ে এক্সাইটেড তিনি। শ্রোতারা বরাবরই ভালোবেসে এসেছে তাঁকে, এই গানও তাঁরা পছন্দ করবে বলেই আশাবাদী তিনি। সোমবার গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, দেবজ্যোতি বোস।

অন্যদিকে, এই প্রথম শ্যামাসঙ্গীতের অল্যাবাম প্রকাশ করলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। লাল ধুতি-পাঞ্জাবি, কপালে লাল সিঁদুরের তিলক। সাজেও জিৎ যেন নিজেকে সঁপে দিয়েছেন তারা মায়ের চরণে। শিল্পীর কণ্ঠে ‘তারা তুই’ গান। প্রদীপ, ফুলের রঙ্গোলি, তারা মায়ের চিত্রপট, মাটির দেওয়ালে আলপনা— পুরোদস্তুর রামপ্রসাদী আবহ গানের ভিডিয়ো জুড়ে। জিতের কথায়, এটিই তাঁর প্রথম মিউজিক ভিডিয়ো। গানের ভক্তি এই প্রজন্মকেও ছুঁয়ে যাক, এটাই আন্তরিক কামনা। এই প্রথম শ্যামাসঙ্গীতের অল্যাবাম প্রকাশ করলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। লাল ধুতি-পাঞ্জাবি, কপালে লাল সিঁদুরের তিলক। সাজেও জিৎ যেন নিজেকে সঁপে দিয়েছেন তারা মায়ের চরণে। শিল্পীর কণ্ঠে ‘তারা তুই’ গান। প্রদীপ, ফুলের রঙ্গোলি, তারা মায়ের চিত্রপট, মাটির দেওয়ালে আলপনা— পুরোদস্তুর রামপ্রসাদী আবহ গানের ভিডিয়ো জুড়ে। জিতের কথায়, এটিই তাঁর প্রথম মিউজিক ভিডিয়ো। গানের ভক্তি এই প্রজন্মকেও ছুঁয়ে যাক, এটাই আন্তরিক কামনা।

Find out more: