জীবনে কোনও দিন কোনও ফরম্যাটেই ভারতের হয়ে খেলেননি। এমনকী, ডাকও পাননি। সেই অখ্যাত প্রবীণ তাম্বেকে নিয়েই এ বার নির্মিত হচ্ছে বায়োপিক। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এতদিন পর্যন্ত যে সব ক্রীড়াবিদকে নিয়ে বায়োপিক বা জীবনীচিত্র হয়েছে, তাঁরা প্রত্যেকেই খ্যাতনামী এবং নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। মিলখা সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, মেরি কম থেকে শুরু করে সাইনা নেহওয়াল, প্রত্যেকেরই আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। সেখানে ভারতের হয়েও কোনও দিন না নামা তাম্বেকে নিয়ে বায়োপিক বানানোর সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।
অন্যদিকে, সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের পর ভারতের পারফরম্য়ান্সে মোহিত কিংবদন্তি প্রাক্তন প্রোটিয়া পেসার মর্নি মর্কেল (Morne Morkel)। সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মর্কেল বলেন, "ওয়েল ডান টিম ইন্ডিয়া। তারা এখন বিশ্বের এক নম্বর টেস্ট দল। ওরা এই জয়ের যোগ্য দাবিদার। দীর্ঘদিন ধরে ওরা কাজ করছে এই জায়গায় আসার জন্য। বিদেশের মাটিতে লড়াই করার জন্য তারা নিজেদের প্রস্তুত করেছে।" ভারতের আগুনে পেস বিভাগেরও প্রশংসা করেছেন মর্কেল। তিনি বলেন, "ওদের গেম প্ল্যান অত্যন্ত পরিস্কার। ওদের বোলাররা ২০টি উইকেট নিতে পারে। ওরা মুহূর্ত উপভোগ করুক। ওদের জন্য বিশেষ কৃতিত্ব। ভারত অবশ্যই এই সিরিজে এগিয়ে থাকবে।" "ওদের গেম প্ল্যান অত্যন্ত পরিস্কার। ওদের বোলাররা ২০টি উইকেট নিতে পারে। ওরা মুহূর্ত উপভোগ করুক। ওদের জন্য বিশেষ কৃতিত্ব। ভারত অবশ্যই এই সিরিজে এগিয়ে থাকবে।"
Find out more: