টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। গত বিধানসভা ভোটে তিনি খড়্গপুর থেকে নির্বাচিত হন। সম্প্রতি দলের একাংশের সঙ্গে তাঁর বিধানসভা এলাকায় তাঁর মতানৈক্য তৈরি হয়েছিল। এই বিষয়ে বুধবার সকালে হিরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তাঁর মোবাইলে পাঠানো বার্তারও জবাব দেননি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র বলছে, হিরণ বাস্তবিকই দলের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন। যদিও হিরণ অন্য কোনও দলে যোগ দিবেন কি না বা তাঁর এই ক্ষোভ সাময়িক কি না, তা নিয়ে কেউই কোনও আলোকপাত করতে পারেননি। যদিও হিরণ অন্য কোনও দলে যোগ দিবেন কি না বা তাঁর এই ক্ষোভ সাময়িক কি না, তা নিয়ে কেউই কোনও আলোকপাত করতে পারেননি।
অন্যদিকে, ফের করোনায় আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। আপাতত তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড ১৯ পজিটিভ হলেন রাজ। এদিন টুইট করে অভিনেতা-বিধায়ক লেখেন, “আমি ও শুভশ্রী দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আপনারা সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।” এই ঘোষণার আগে মঙ্গলবার বিকেলে কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে রাজের অনুপস্থিতি কারও নজর এড়ায়নি। পরে রাজের টুইট থেকেই জানা গেল কারণ। ফলত, করোনার জেরেই দিন তিনেক পরেই অনুষ্ঠিত হতে চলা ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির থাকতে পারবেন না উৎসবের চেয়ারপার্সন রাজ।
Find out more: