সাহিত্য জগতে নক্ষত্রপতন। প্রয়াত নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। য়স হয়েছিল ৯৬ বছর। কয়েক প্রজন্মের বাঙালি কিশোরবেলার সঙ্গী হয়ে রয়েছে তাঁর সৃষ্টি করা একের পর এক চরিত্র। সেই হাঁদা, ভোঁদা, বাঁটুল, নন্টে, ফন্টে, কেল্টুদের রেখে চলে গেলেন স্রষ্টা নারায়ণ। গত ২৪ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুস থেকে শুরু করে কিডনির সমস্যা বাড়ছিল। রক্তে অক্সিজেনের মাত্রা কমছিল। অবস্থার বিপজ্জনক অবনতি হওয়ায় ১৬ জানুয়ারি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হল না। মঙ্গলবার সকাল সওয়া ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বিকেলে হাওড়ার শিবপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই শিবপুরেই তাঁর জন্ম, বড় হওয়া। এখানেই আজীবন কাটিয়েছেন তিনি।
১৯৬২ সালে প্রথম প্রকাশিত হয় 'হাঁদা ভোঁদা' (Handa Vonda)। ১৯৬৫ সালে প্রথম প্রকাশিত হয় 'বাঁটুল দি গ্রেট' (Batul The Great)। ১৯৬৯ সালে প্রথম প্রকাশিত হয় 'নন্টে ফন্টে' (Nonte Phonte)। ১৯৮২ সালে প্রথম প্রকাশিত হয় 'বাহাদুর বেড়াল'। ঝুলিতে এসেছে অসংখ্য সম্মান। ২০০৭ সালে পান রাষ্ট্রপতির বিশেষ পুরস্কার। ২০১৩ সালে 'বঙ্গ বিভূষণ' সম্মান পান নারায়ণ দেবনাথ। ওই বছরই পান 'সাহিত্য অ্যাকাডেমি'। ২০১৫-তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে 'ডিলিট' উপাধি দেয়। এরপর ২০২১ সালে বর্ষীয়ান কমিক শিল্পীকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করে ভারত সরকার। গত বৃহস্পতিবার তাঁর হাতে পদ্মশ্রী পুরষ্কার তুলে দিয়েছিলেন মন্ত্রী অরূপ রায় এবং অতিরিক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা।
Find out more: