পর্ন-কাণ্ডে গ্রেফতার করা যাবে না পুনম পাণ্ডেকে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত এই কথা জানিয়ে দিল। জাস্টিস বিনীত সরন এবং বিভি নাগারত্নের বেঞ্চ পুনম পাণ্ডের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিল। এর আগে বম্বে হাইকোর্ট পুনমের আগাম জামিন প্রত্যাখ্যান করেছিল। সেই আদেশের বিরুদ্ধে পান্ডের দায়ের করা আপিলের উপর মহারাষ্ট্র সরকারকে নির্দেশ জারি করেছে দেশের সর্ব্বোচ্চ আদালত। পুনমের হয়ে আইনজীবী সন্দীপ বাজাজ আদালতে সওয়াল করেন। তাঁর দাবি ছিল, অক্টোবরে পুনমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার পর থেকে অভিনেত্রী তদন্তে সব রকম সাহায্য করে চলেছেন। এই সময়ে তাঁকে গ্রেফতার করার কোনও যুক্তি নেই। ওই ওটিটি মাধ্যমে তাঁর কিছু ভিডিয়ো দেখানো হয়েছিল, এটাই তাঁর বিরুদ্ধে ওঠা একমাত্র অভিযোগ। এর আগে ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের তরফে রাজ কুন্দ্রার জন্যও একই ধরনের নির্দেশ দেওয়া হয়। রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্নোগ্রাফির চক্র চালাতেন। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।
মঙ্গলবার বিচারপতি বলেন, "বিজ্ঞপ্তি জারি করুন, আবেদনকারীর বিরুদ্ধে কোন জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না"। একটি এফআইআরে অভিনেতা শার্লিন চোপড়ার সঙ্গে নাম ছিল পুনমেরও। বম্বে হাইকোর্ট ২৫ নভেম্বর তাঁর আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। ডিসেম্বরে, সর্বোচ্চ আদালত রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে নথিভুক্ত একটি এফআইআরের ক্ষেত্রেও একই নির্দেশ জারি করেছিল।
Find out more: