পদ্ম সম্মান পেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। রোমান পোলানস্কি পরিচালিত ‘বিটার মুন’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। তবে ভিক্টর সবচেয়ে বেশি খ্যাতি পান ডেভিড লিন পরিচালিত ‘A Passage to India’ ছবিতে অভিনয় করে। এছাড়াও তিনি অভিনয় করেছেন আইভোরি-মার্চেন্টের ‘Hullabaloo Over Georgie and Bonnie's Pictures’ ছবিতে। মৃণাল সেনের ‘মহাপৃথিবী’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। তিনি একমাত্র ভারতীয়, যিনি তিনটি বিভাগে জাতীয় পুরষ্কার পেয়েছেন। ‘Where No Journeys End’ নামে তথ্যচিত্রের জন্য সিনেম্যাটোগ্রাফি বিভাগে, ‘The Splendour of Garhwal and Roopkund’ নামের তথ্যচিত্র পিচালনার জন্য এবং সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে অভিনয়ের জন্য।

অন্যদিকে, পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন বাম নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। "আমাকে কিছু জানানো হয়নি, এবিষয়ে কেউ কিছু বলেনি। আমি পদ্ম ভূষণ প্রত্যাখ্যান করছি", বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বুদ্ধবাবু। বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি জানিয়েছেন যে পদ্ম ভূষণ দেওয়া বিষয়ে তার সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ করা হয়নি। এছাড়াও তিনি জানিয়েছেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা তিনি ফিরিয়ে দিচ্ছেন। উল্লেখ্য, এর আগে যখন আরেক বাম নেতা জ্যোতি বসুকে ভারতরত্ন দেওয়ার কথা হয়েছিল সেই সময়ে দলের তরফে তা ফিরিয়ে দেওয়া হয়। বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়।

Find out more: