রবিবার প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। সেই খবর পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে ৯০-এর দশকের শুরুর দিকে লতার বেলুড় মঠ সফরের স্মৃতিচারণা করেন স্বামী সুবীরানন্দ। সে দিনের কথা তুলে ধরে তিনি জানান, এক দিন ভোরবেলায় বেলুড় মঠের এক সন্ন্যাসী খেয়াল করেন এক মহিলা আটপৌরে শাড়ি পরে মূল মন্দিরের পূর্ব দিকে ঘুরে বেড়াচ্ছেন আর গুনগুনিয়ে গাইছেন। ওই সন্ন্যাসী সুরসম্রাজ্ঞীকে দেখে চিনতে পারেন। তার পর তাঁকে মন্দির পরিদর্শন করার জন্য আহ্বান জানান। তখন লতাজি তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজির সঙ্গে দেখা করতে চান। সে দিনের কথা বলতে গিয়ে স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, দু’জনের সাক্ষাতের সময় লতাজিকে চেয়ারে বসতে বলা হলেও তিনি মেঝের গালিচায় প্রেসিডেন্ট মহারাজের পদতলে বসেন এবং তাঁকে প্রণাম করেন।

অন্যদিকে, সবচেয়ে বেশি গান রেকর্ড করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কয়েক দশক ধরে ভারতীয় সিনেমার জগতে রাজ করেছেন সুর সম্রাজ্ঞী। ভারতীয় সিনেমার প্রায় সব পরিচালক-সংগীত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন লতা মঙ্গেশকর। তারই মধ্যে অন্যতম গুলজার(Gulzar)। রবিবার লতার প্রয়াণে শোকাহত গুলজার। এদিন তিনি বলেন, লতা মঙ্গেশকর হলে শব্দাতীত এক মিরাকেল। ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত বন্দিনী ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন গুলজার ও লতা। সেই ছবিতেই প্রথমবার গীতিকার হিসাবে কেরিয়ার শুরু করেন গুলজার। এমনকী ২০২১ সালে লতা মঙ্গেশকরের জন্মদিনে মুক্তি পায় গুলজারের লেখা লতা মঙ্গেশকরের গান 'ঠিক নেহি লগতা'। তবে গানটি রেকর্ড কার হয়েছিল ২৬ বছর আগে। গুলজার পরিচালিত কিনারা ছবির গান 'নাম গুম জায়েগা', লতা মঙ্গেশকরের গাওয়া অন্যতম জনপ্রিয় গান।

Find out more: