শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দীতা রায় পরিচালক জুটি বানাচ্ছেন ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেক। বাংলা ও মুম্বই মিলিয়ে কাস্ট ঠিক করা হয়েছে। গত বছর থেকে জোরকদমে চলছে প্রস্তুতি। শোনা যাচ্ছে, এই মাসের শেষে ফ্লোরে যেতে পারে ছবি। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘পোস্ত’ ছবির মুখ্য চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাবা এবং ঠাকুরদার লড়াই আদালতের চৌহদ্দিতে শেষ হয়েছিল। দর্শক এবং বক্স অফিস দুইয়ের ভালবাসা পেয়েছিল ছবিটি। হিন্দি রিমেকে মিমির চরিত্রটি অভিনেত্রী নিজেই করছেন। সে দিক দিয়ে এটিই হতে চলেছে মিমির প্রথম হিন্দি ছবি। যিশু অভিনীত চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে নাসিরুদ্দিন শাহের কাছে। তবে সে কাস্ট এখনও চূড়ান্ত নয়। ‘পোস্ত’ ছবির কেন্দ্রে ছিল একটি শিশুচরিত্র। হিন্দি ইন্ডাস্ট্রি থেকে সেই চরিত্রের জন্য অভিনেতার নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে, ফেব্রুয়ারিতে সিনেমাহলে দর্শক সংখ্যা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আশার আলো দেখেন প্রযোজক ও সিনেমা হল মালিকরা। শনিবার সবস্বতী পুজোর দিনে নন্দনে ও নবীনায় হাউসফুল ছিল বাবা বেবি ও ছবির শো। সিনেমাহলে দর্শকদের ধন্যবাদ জানাতে হাজির হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, অরিত্র মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। সিনেমা হলে এসে বাংলা সিনেমা দেখার অনুরোধ করেন যিশু। অন্যদিকে ছবির প্রচারের সময় থেকেই পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাইকে অনুরোধ করেছেন, হলে এসে এই ছবি দেখার জন্য। তিন দিনে দুই ছবির বক্স অফিস রিপোর্ট দেখে বোঝাই যাচ্ছে, তাঁদের এই অনুরোধ রেখেছেন দর্শকেরা।

Find out more: