বিয়ের পর নতুন বাড়িতে থাকবেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সাজাবেন নিজেদের সংসার। তাঁদের নতুন বাড়িতে রণবীরের বাবা ঋষি কপূরের জন্য রেখে দেওয়া হবে আলাদা একটি ঘর। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনই জানিয়েছেন তারকা জুটির এক ঘনিষ্ঠ। তিনি জানান, ঋষির স্মৃতিকে আগলে রাখতেই সেই ঘরটিকে সাজানো হবে বিশেষ ভাবে। সেখানে থাকবে একটি বইয়ের তাক, প্রয়াত অভিনেতার প্রিয় চেয়ার এবং তাঁর স্মৃতি বিজড়িত আরও অন্যান্য জিনিস। নতুন বাড়ি সাজাতে তাঁদের সাহায্য করছেন রণবীরের মা নীতু সিংহ। বলিউডে গুঞ্জন, এপ্রিলেই বিয়ে সারবেন রণবীর-আলিয়া। রণথম্ভোরে বসবে তাঁদের বিয়ের রাজকীয় আসর। আলিয়া যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।”

অন্যদিকে, শুক্রবার অবশেষে সারা ভারতে মুক্তি পেল বিবেক অগ্নিহোত্রীর(Vivek Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files)। মুক্তির আগে বেশ কয়েকবার আইনি বিপাকে জড়িয়ে পড়ে এই ছবি। ছবির ট্রেলারে দেখা যায় যে, কাশ্মীরে মুসলিমরা নির্বিচারে হত্য়া করছে হিন্দু পন্ডিতদের। এই দৃশ্য মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে, এই অভিযোগে একটি পিআইএল দাখিল করেছিলেন এক ব্যক্তি। বম্বে হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। এরপর এই ছবির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্কোয়াড্রন লিডার রবি খান্নার স্ত্রী নির্মল খান্না। তাঁর দাবি এই ছবিতে তাঁর স্বামীর মৃত্যু কেন্দ্র করে দৃশ্যটি ভুল ব্যাখা করেছেন পরিচালক। গত ৪ মার্চ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এই সিনেমা দেখেছিলেন তিনি। সেদিন সিনেমা দেখার পরই তাঁর বক্তব্য মঞ্চে পেশ করেন তিনি। কিন্তু নির্মলের বক্তব্য অনুযায়ী তাঁর কথাকে গুরুত্ব দেয়নি নির্মাতারা। তাই আইনি পথেই এগিয়েছেন তিনি। এরপরই জম্মু কাশ্মীর আদালত এই ছবি মুক্তিতে স্থগিতাদেশ জারি করে।

Find out more: