দর্শককে আরও ভালো পরিষেবা দিতে রবিবার, ২৭ মার্চ এক হয়ে গেল পিভিআর ও আইনক্স। জানা গিয়েছে, রবিবার দুই কোম্পানির বোর্ড মিটিং হয় এবং সেখানেই সিদ্ধান্ত হয় দুই কোম্পানি একযোগে কাজ করবে। মিটিংয়ের পর নতুন কোম্পানির নাম ঠিক করা হয়েছে পিভিআর-আইনক্স। (PVR and Inox) প্রসঙ্গত, এই দুই কোম্পানির আলাদা আলাদা ভাবে যথেষ্ট সফল (PVR and Inox)। তাই এবার এই দুই কোম্পানি একযোগে কাজ করবে। তবে সংযুক্তিকরণের আরও বেশ কয়েক ধাপ বাকি আছে। আর সেটাই শেষ করার প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। আপাতত সিনেমা জগতের দুই কোম্পানি একযোগে কাজ করার ফলে মাল্টিপ্লেক্স দুনিয়ায় যে নতুন পরিবর্তন আসতে চলেছে সে ব্যাপারে আশাবাদী ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, নতুন কোম্পানির সিদ্ধান্ত হয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির এমডি।
সংযুক্তিকরণের চুক্তি অনুযায়ী আইনক্স গ্রুপের চেয়ারম্যান পবন কুমার জৈন বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও সিদ্ধার্থ জৈনকে নিয়োগ করা হতে চলেছে নন এক্সিকিউটিভ নন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে। চুক্তি অনুযায়ী নতুন কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেডের শেয়ারের অনুপাত হবে আইনক্সের প্রতি ১০ শেয়ারে পিভিআরের শেয়ার থাকবে ৩। প্রসঙ্গত, গত দুটো বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি চলছে। করোনা পরিস্থিতির কারণে গত দুটো বছরে একাধিক সময় হয় সিনেমা হল সম্পূর্ণ বন্ধ থেকেছে, অথবা, কোথাও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা থেকেছে। বর্তমানেও দেশের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ খোলা নয় সিনেমা হল। এমন পরিস্থিতিতে সিনেমার ব্যবসায় ক্ষতি হয়েছে মারাত্মক। ধুঁকছে সিনেমা হলগুলি। এই অবস্থায় দুটি বড় কোম্পানির সংযুক্তিকরণ কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই দেখার।
Find out more: