নিয়ম ভাঙার মাশুল হিসেবে ৭০০ টাকা জরিমানাও দিতে হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। কেন? তাঁর দামি গাড়ির কালো কাচের জন্য। যা ভারতীয় প্রশাসনের নিয়মবিরুদ্ধ। এর পিছনে কারণও আছে। গাড়ির ভিতর কালো কাচের আড়ালে যাতে কোনও অনৈতিক কাজ কেউ করতে না পারেন, তার জন্যই প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা। অল্লুর মতোই নিয়ম-নীতি ভেঙে বেশির ভাগ তারকা এখনও তাঁদের গাড়ির কাচ হয় কালো, নয় অন্য রঙের লাগান। দুটো কারণে। এক, এতে গাড়ির ভিতরের ঠান্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই, বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভিতরে কোন তারকা রয়েছেন কি না। বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তাঁরা রঙিন কাচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেন, বিনা দ্বিধায় হাতে ধরিয়ে দিচ্ছেন জরিমানার চালান।
অন্যদিকে, এবার প্রযোজকের আসনে অভিনেতা সোহম চক্রবর্তী(Soham Chakraborty)। তাঁর প্রযোজিত প্রথম ছবি 'কলকাতার হ্যারি'(Kolkatar Harry)। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। ট্রেলার দেখেই মুগ্ধ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়(Kaushik Ganguly) থেকে শুরু করে দেব(Dev)। ছবিতে জীবনের ম্যাজিক শেখাচ্ছেন হ্যারি অর্যাৎ সোহম। ট্রেলারেই দেখা মিলল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের(Prosenjit Chatterjee)। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে পেশায় বাস ড্রাইভার এই ছবির মুখ্য চরিত্র হ্যারি(Harry)। যে গল্পের আর ম্যাজিকের দুনিয়ায় বাঁচে। বাচ্চাদের স্কুল বাসের এই ড্রাইভার সকলেরই প্রিয়। কিন্তু এরই মাঝে ঘটে যায় কিছু দুর্ঘটনা। নিজেকে প্রমাণ করতে সত্যিই ম্যাজিকের দরকার পড়ে হ্যারি। এই নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।
Find out more: