শুক্রবার প্রকাশ্যে ছবির নতুন পোস্টার। তাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের রূপে দেখা দিয়েছেন তাপসী। সেই পোস্টার দেখে মুগ্ধ অভিনেত্রীর প্রেমিক ম্যাথিয়াস বোয়ে। প্রশংসায় পঞ্চমুখ পরিচালকের। নিজের অভিনেত্রী প্রেমিকারও। তাপসী কিন্তু এত সহজে ভোলার পাত্রী নন। প্রশংসায় ভরিয়ে দিলেও ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস নাকি ক্রিকেটীয় পরিভাষায় ভুল করেছেন। সঙ্গে সঙ্গে কড়া শিক্ষিকার মতোই নাকি প্রেমিকের ভুল শুধরে দিয়েছেন তাপসী।

সিনেমার পোস্টারটি শেয়ার করে, তাপসী লিখেছেন, "একটি মেয়ে যার একটি স্বপ্ন এবং তাঁকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তার থেকে শক্তিশালী আর কিছু নেই! এটি এমন একটি মেয়ের গল্প যে এই "জেন্টলম্যানস গেম"-এ ব্যাট হাতে তার স্বপ্নকে তাড়া করেছিল #ShabaashMithu দা আনহার্ড স্টোরি অফ ওয়মেন ইন ব্লু সিনেমা হলে আসবে ১৫ জুলাই ২০২২।" এই চরিত্রে অভিনয়ের জন্য তাপসী বিশেষ ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছেন। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুটিং করার ছবি পোস্ট করেন তিনি। সৃজিত মুখার্জি পরিচালিত, এবং প্রিয়া আভেন রচিত, শাবাশ মিঠু 15 জুলাই, 2022-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তাপসী পোস্টার ভাগ করে লিখেছিলেন, ‘সাবাশ মিঠু’ একটি মেয়ের স্বপ্ন। একে পর্দায় ফুটিয়ে তোলার মতো কঠিন কাজ কমই হয়েছে! যে মেয়ে "জেন্টলম্যানস গেম"-এ ব্যাট হাতে তার স্বপ্ন তাড়া করেছিল। ১৫ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।’ তাপসী এই কথায় আপ্লুত তাঁর প্রেমিক। দাবি করেন, নায়িকা লেখনি দিয়ে ‘ছক্কা’ হাঁকিয়েছেন। শুধু বলেই ক্ষান্ত হননি, একটি ইমোজি এবং একটি নাচের ছবিও দেন। এর পরেই অভিনেত্রী ম্যাথিয়াসকে সংশোধন করে জানান, ওই ইমোজিটি চার মারার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছক্কার ক্ষেত্রে নয়।

Find out more: