সদা চর্চায় থাকা টক শো ‘কফি উইথ করণ’ (Koffee With Karan ) বন্ধ হয়ে গেল। আর এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক করণ জোহর। ২০১৯ সালে সম্প্রচারিত হয়েছিল ‘কফি উইথ করণে’র ৬ নম্বর সিজন। করোনা আবহে নতুন করে আর শুট হয়নি এই শোয়ের। টুইটার এবং ইনস্টাগ্রামে পরিচালক-প্রযোজক করণ জোহর ঘোষণা করেছেন, বন্ধ হয়ে গেল ‘কফি উইথ কর্ণ’। জোহর লিখেছেন, ‘নমস্কার, ষষ্ঠ সিজন ধরে ‘কফি উইথ করণ’ আমার এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। পপ সংস্কৃতির ইতিহাসে এই অনুষ্ঠানের অবদান রয়েছে বলেই আমার বিশ্বাস। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘কফি উইথ করণ’ আর ফিরবে না।’ বলি তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই নানাবিধ প্রশ্ন করা শুরু করেছেন তার পর থেকেই। কেন, কী হল, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে শোকবার্তার বন্যা। সত্যিই কি তবে কফি হাতে ইন্ডাস্ট্রির গসিপ নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে?

কয়েকদিন আগে গুঞ্জনে এসেছিল কফি উইথ করণের নতুন সিজনে নাকি আসবেন রণবীর ও আলিয়া। বিয়ের পর কেমন কাটছে সংসার, তা নিয়েই টিভিতে মুখ খোলার কথা ছিল রণলিয়া। তবে সে গুড়ে যে আপাতত বালি, তা টের পাওয়া গেল করণের এই পোস্টের মধ্যে দিয়ে। তবে শোনা যাচ্ছে, নাম পরিবর্তন করেও নাকি আসতে পারে করণের নতুন এক টক শো। তবে এ ব্যাপারে মুখ খোলেননি করণ। এর আগেও শোনা গিয়েছিল, করণ নাকি তাঁর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং শেষ করে ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনের কাজ শুরু করবেন। কিন্তু এরই মাঝে করণের ঘোষণায় শোকাহত হয়েছেন ভক্তরা। তারও পরে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ফিরছে এই অনুষ্ঠান। মানুষের মনে এই অনুষ্ঠানের স্মৃতি উস্কে দিয়ে নতুন ভাবে আসতে চলেছেন তাঁরা।

Find out more: