ফের এক বার এক ফ্রেমে অমিতাভ বচ্চন, অম্বরীশ ভট্টাচার্য। সৌজন্যে সুজিত সরকার। এ বার নাকি বিগ বি'র ছেলে কলকাতার পটকা ! তাঁর আবার এক মেয়ে। তিনি কে? পূজা হেগড়ে। সুজিতের আগামী বিজ্ঞাপনী ছবিতে এ ভাবেই ধরা দিচ্ছেন তিন অবতার। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের কিছু ছবি শেয়ার করেছেন অম্বরীশ। মুম্বইয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে শুট করে যারপরনাই খুশি অভিনেতা। ছবিতে দুজনকেই দেখা যাচ্ছে নাইট স্যুটে। সামনে রাখা জুসের গ্লাস। অম্বরীশ ভট্টাচার্য লিখেছেন, এক জীবনে আরো একবার অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করার সৌভাগ্য হলো। আজ মুম্বইয়ে সুজিত সরকারের পরিচালনায় সেই শুটিং এর কিছু মুহুর্ত।

অন্যদিকে, মা সুজানের ৭০তম জন্মদিন উদযাপনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ক্যাটরিনা কইফ। মায়ের জন্মদিন উপলক্ষে কিছু দিন আগেই লন্ডনে উড়ে যান বলিউড অভিনেত্রী। আট ভাইবোন মিলে মাকে ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। ক্যাটরিনা কইফ জন্মসূত্রে ব্রিটিশ। তাঁরা সাত বোন, এক ভাই। মা সুজান টারকোট পেশায় আইনজীবী। তা ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্যাটরিনাও ভারতীয় নারীদের সুরক্ষার লক্ষ্যে কাজ করে চলেছেন। ছোটবেলায় মায়ের সঙ্গে, বোনেদের সঙ্গে নাচতেন ক্যাট। মায়ের গলা জড়িয়ে থাকতেন সারা ক্ষণ। এখনও মা অন্তপ্রাণ অভিনেত্রী। মায়ের জন্মদিনে তাই ভালবাসায় ভরা স্মৃতিই ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘এ ভাবেই হুল্লোড়ে সন্তানদের মাঝে আনন্দে বাঁচো, স্বমহিমায়।’

Find out more: