আসতে চলেছে ‘মীর্জাপুর ৩’। গতবারের সিজনের শেষে মুন্না ত্রিপাঠীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবার বাদ পড়েছেন দিব্যেন্দু। তবে স্টারকাস্ট এবারও জমজমাট। এরই মাঝে আলি ফজলের ( Ali Fazal ) সঙ্গে আড্ডায় মেতে উঠলেন ভিক্রান্ত মাসে ( Vikrant Massey )। অনুরাগীরা বলছেন দুই ভাইকে দেখেও ভাল লাগছে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেই ভিক্রান্ত লিখলেন, কাল এনার সঙ্গেও দেখা হয়েছিল। আপনাকে অনেক মিস করেছি গুড্ডু ভাইয়া, আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। ট্যাগ করেছেন আলি ফজলকেও। প্রথম সিজনেই বাবলুর চরিত্রে অভিনয় করেন ভিক্রান্ত এবং সেই সিজনের শেষেই মৃত্যু হয় তার। যথারীতি গত সিজনে বাবলুর চরিত্রকে সকলেই মিস করছেন। আবারও তিন নম্বর সিজনের জন্য তৈরি অনুরাগীরা। কী নয়া চমক আসতে চলেছে সেটিই দেখার। ২০২২ এই মুক্তি পাবে ‘মীর্জাপুর ৩’। পঙ্কজ ত্রিপাঠী, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগগল ছাড়াও অনেকেই থাকছেন এবারের সিজনে।
ফের একসঙ্গে সময় কাটাতে দেখা গেল, সেফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) এবং শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিকে (Palak Tiwari)। শনিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে তাঁদের পার্টি করতে দেখা গেল। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন দুই স্টার কিডস। সবুজ শর্টস, সাদা ক্রমটপ এবং গ্রে শার্ট পরে ছিলেন পলক তিওয়ারি (Palak Tiwari)। অতি সাধারণ লুকসে দেখা গিয়েছে ইব্রাহিম আলি খানকে (Ibrahim Ali Khan)। একসঙ্গে পার্টি করলেও, দু'জনে আলাদা আলাদা গাড়িতে বাড়ি ফেরেন।
Find out more: