'আশা'য় বিশেষ চাহিদাসম্পন্ন আদিবাসী কন্যার চরিত্রে অভিনয় করে ডগর টুডু গুণীজনের নজর কেড়েছেন৷ দ্বাদশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডগর টুডু। তবে এই পুরস্কারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারের সম্পর্ক নেই। গত ২৯ এপ্রিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল ডগরের ‘আশা’। সেখানেও ডগরের অভিনয় দেখে মুগ্ধ হন দর্শকরা৷ পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের বাসিন্দা ডগর টুডুর জন্ম এক সাঁওতাল পরিবারে৷ পড়াশোনাকে কোনওদিনই অবহেলা করেননি৷ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। শুধু চলচ্চিত্রে অভিনয়ই নয়, সাঁওতালি গানও করেন ডগর। তাঁর বহু মিউজিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বহু পূর্ণ দৈর্ঘ্যের ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি।
'আশা'য় বিশেষ চাহিদাসম্পন্ন আদিবাসী কন্যার চরিত্রে অভিনয় করে ডগর টুডু গুণীজনের নজর কেড়েছেন৷ দ্বাদশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডগর টুডু। তবে এই পুরস্কারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারের সম্পর্ক নেই। গত ২৯ এপ্রিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল ডগরের ‘আশা’। সেখানেও ডগরের অভিনয় দেখে মুগ্ধ হন দর্শকরা৷ পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের বাসিন্দা ডগর টুডুর জন্ম এক সাঁওতাল পরিবারে৷ পড়াশোনাকে কোনওদিনই অবহেলা করেননি৷ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। শুধু চলচ্চিত্রে অভিনয়ই নয়, সাঁওতালি গানও করেন ডগর। তাঁর বহু মিউজিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বহু পূর্ণ দৈর্ঘ্যের ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি।