কোভিডে আক্রান্ত শাহরুখ খান। সম্প্রতি বলিউডে এক ঝাঁক তারকা করোনা পজিটিভ। তাঁদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কইফ, আদিত্য রায় কপূরেরা। এই তালিকায় নবতম সংযোজন ‘বাদশা’। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। কিং খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনার পরই টুইট করে আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা টুইটে লিখেছেন, “সদ্য জানতে পারলাম, আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান কোভিড পজিটিভ। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্ত হও শাহরুখ। তাড়াতাড়ি কাজে ফিরে এসো।” একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের তারকারা। প্রথমে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আর এবার করোনায় আক্রান্ত শাহরুখ খান! আপাতত মন্নতে আইসোলেশনে রয়েছেন শাহরুখ।

চিন্তা বাড়াচ্ছে ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, দেশ জুড়ে চার হাজারের বেশি বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু-সহ দেশের পাঁচ রাজ্য। দেশের শহরগুলির মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি আশঙ্কাজনক। চলতি মাসের প্রথম চার দিনে মুম্বইয়ে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মার্চ মাসের প্রায় দ্বিগুণ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪,২৭০ জনের মধ্যে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়েছে। মহারাষ্ট্রে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ হাজার ৫২ জন।গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪ হাজার২৭০ জন। পরিসংখ্যান বলছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

Find out more: