কিংবদন্তি গায়ক না থাকলেও তাঁর গাওয়া শেষ গান এল প্রকাশ্যে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবিতে শোনা যাবে তাঁর গান। সংগীতশিল্পীর শেষ রেকর্ড করা গান সামনে আসতেই ফের একবার আগেবে ভাসল ভক্তরা। মুক্তি পেল কেকে-র গাওয়া শেষ গান। সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherjee) পরিচালিত ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’(Sherdil) ছবিতে গুলজারের(Gulzar) লেখা ও শান্তনু মৈত্রর(Santanu Moitra) সুরে গানটি গেয়েছেন কেকে। এবছর এপ্রিল মাসে গানটি গেয়েছেন কেকে। "ধূপ পানি বহেনে দে" গানটি মুক্তি পাওয়া মাত্রই, হাজার হাজার মানুষ ইতিমধ্যেই শুনে ফেলেছেন। গানের সুর বা লিরিক্সের থেকে কেকে-রে স্মরণ করেই গানটি শুনছেন তাঁর গুণমুগ্ধ শ্রোতারা। ১৯৯৬ সালে মাচিস ছবিতে বলিউডে পা রেখেছিলেন কেকে। তারপর থেকে আর কখনও ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে প্লে-ব্যাক করেন কেকে। হাম দিল দে চুকে হ্যায় সনম, দেবদাস, ওম শান্তি ওম, জন্নত, বজরঙ্গী ভাইজান, ভুল ভুলাইয়া, রইস সহ অসখ্য ছবিতে গান গেয়েছেন তিনি।
উল্লেখ্য, ৩১ তারিখ কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সেদিন অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের দাবি স্টেজেই অসুস্থ বোধ করছিলেন। এরপর সেখান থেকে বেরিয়ে হোটেলে ফেরার সময় আরও শরীর খারাপ হয়। কলকাতার গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন তিনি। হোটেলে পৌঁছেও শরীর খারাপ করতে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেকে-কে। এবং ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। প্রসঙ্গত, সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'-তে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরজ কাবি, সায়নী গুপ্তরা।
Find out more: