ট্রিপল আর জনপ্রিয়তা পেয়েছে সারা বিশ্বে এবং শোনা যাচ্ছে সেই ছবির জনপ্রিয়তা দেখেই রাজামৌলি তাঁর পরিকল্পনা পরিবর্তন করেছেন। তিনি এবং তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ একটি স্ক্রিপ্টে কাজ করছেন, তাঁদের মতে বিশ্ব দর্শকের কাছে এই ছবি অন্যরকম আবেদন রাখবে। বেশ কয়েকটি বিষয় ইতমধ্যেই তাঁরা বিবেচনা করছেন এবং তাদের মধ্যে একটি শীঘ্রই লক করা হবে। এই ছবির জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক স্টুডিওর সঙ্গেও আলোচনা করেছেন রাজামৌলি। মহেশ বাবুকেও এই ছবির জন্য দুই বছরের বেশি সময় দিতে হবে বলে জানান রাজামোলি। এই বছরের শেষে একটি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এবং আগামী বছর শুটিং শুরু হবে বলে আশা করছেন পরিচালক।

অন্যদিকে, সঙ্কটে অসমবাসী। দিনে দিনে কঠিন হচ্ছে বন্যা পরিস্থিতি। অসমবাসীর পাশে দাঁড়ালেন বলিউড পরিচালক কর্ণ জোহর। ১১ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। টাকা দেওয়ায় কর্ণকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রোহিত শেট্টিকেও। হিমন্ত জানিয়েছেন, অসমের বন্যা পরিস্থিতির পাশে দাঁড়ানোর জন্য সমগ্র ইন্ডাস্ট্রিকে একত্রিত করার যে উদ্যোগ রোহিত নিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। অর্জুন কপূর, রোহিত শেট্টি, সোনু নিগম-সহ একাধিক বলি তারকা এগিয়ে এসেছেন। কেউ ৫ লক্ষ, কেউ ১০ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বন্যায় অসমের কাছাড়, বাজালি, বরপেটা, বিশ্বনাথ, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া-সহ বহু জেলা এখনও জলের নীচে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কাছাড়।

Find out more: