প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বহু ছবি এবং ধারাবাহিকে অভিনয়ের জন্য দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। চিকিৎসা চলছিল, তবে শেষ রক্ষা হল না। বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বহু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। চলতি বছরের জুন মাসে স্বামীহারা হয়েছিলেন তিনি। ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন। ২০০৪ সালে অনিন্দিতা সর্বাধিকারী পরিচালিত 'পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে' অভিনয় করেছিলেন তিনি। যেটি কিনা সেরা টেলিফিল্মের বেশকিছু পুরস্কারও পায়। এই মুহূর্তে 'সোনা রোদের গান' বলে একটি ধারাবাহিকে কাজ করছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। সম্প্রতি সেই ধারাবাহিকেও তিনি শ্যুটিংও করেছেন বলে জানা যাচ্ছে।
অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'ওপারে ভালো থেকো অনন্যাদি'। সেই পোস্টই ফেসবুকে শেয়ার করেন ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। লেখেন, প্রিয় 'অনন্যা আন্টি'র মৃত্যুর কথা জানিয়ে অভিনেত্রী শ্রুতি দাস ফেসবুকে লেখেন, 'ভালো মানুষ বেশিদিন থাকে না এই দুনিয়ায় আবারও তুমি প্রমাণ করে দিলে অনন্যা আন্টি। তোমার সাজেশান মাথায় রেখে লড়াই করে যাব। ওপারে ভালো থাকা যায় কিনা না গেলে জানতে পারব না। তবে মনটা খারাপ ভীষণ। দেখা হয়নি কখনও, জানিনা আর দেখা হবে কিনা...'
Find out more: