বলিউডের অন্দরমহল থেকে উড়ে আসা খবর বলছে ২০২৩ সালের জানুয়ারি মাসের ২১ তারিখেই নাকি চার হাত এক হবে ক্রিকেটার কেএল রাহুল এবং সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির। বিয়ের তামঝাম শুরু হয়েছে পুরোদমে। ডিসেম্বরের শেষেই নাকি আমন্ত্রিতদের কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছে যাবে যথা সময়ের মধ্যে। এও জানা গিয়েছে জানুয়ারি মাসে কেএল রাহুলের লম্বা ছুটি মঞ্জুর করেছে বিসিসিআই। শোনা খবরে সীলমোহর পড়েছে খানিক। অনেকেই অনুমান করছেন, হয়তো বিয়ের কারণেই ছুটি নিয়েছেন এই তরুণ ক্রিকেট তারকা। এরই মধ্যে বিয়ের পোশাক নির্বাচন করেছেন আথিয়া-রাহুল। জানিয়েছেন, তাঁদেরই এক ঘনিষ্ঠ সূত্র।

অন্যদিকে, গতবছর মাদক সেবনের অপরাধে একটি রেভ পার্টি থেকে আটক করা হয় আরিয়ান খানকে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারও করা হয় তাঁকে। এরপর দীর্ঘ একমাস জেলে কাটাতে হয়েছে শাহরুখপুত্রকে। অবশেষে বম্বে হাইকোর্ট তাঁকে অব্যাহতি দিয়েছে। তবে এর জেরেই বেশ কয়েকমাস জীবনটা বদলে গিয়েছিল আরিয়ানের। যদিও এখন সেই সব অতীত। সময় পেরিয়ে কেরিয়ারে মনোনিবেশ করেছেন অভিনেতা। সম্প্রতি ছবি পরিচালনার কথা ঘোষণা করেছেন আরিয়ান। তবে শুধু সিনেমাতে বোধ হয় ভরসা নেই শাহরুখপুত্রের। সে কারণেই ছবি বানানোর পাশাপাশি ব্যবসাও শুরু করছেন তিনি। ভারতে নয়া প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন আরিয়ান খান। তবে তিনি একা নন, পার্টনারদের সঙ্গেই নতুন ব্যবসা শুরু করছেন তিনি। শোনা যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অ্যালকোহল মেকার্সদের সঙ্গে গাঁট বাঁধছেন শাহরুখপুত্র। গত সপ্তাহেই বলিউডে পা রাখার ঘোষণা করেন আরিয়ান।  একটি সিরিজের চিত্রনাট্য লিখেছেন ২৫ বছর বয়সী আরিয়ান। খুব শীঘ্রই শুরু করবেন শ্যুটিং। রেড চিলিজের ব্যানারেই তৈরি হবে এই সিরিজ। বাবা সুপারস্টার হলেও অভিনয়ে আগ্রহ নেই আরিয়ানের। তবে ঘনিষ্ঠদের মতে, আরিয়ানের সবকিছুই তাঁর বাবা শাহরুখের মতো। অভিনয়ের পাশাপাশি যেমন ব্যবসায় মনোনিবেশ করেছেন শাহরুখ, সেরকমই আরিয়ান পরিচালনার পাশাপাশি ব্যবসায় ইনভেস্ট করতে চান।ো

Find out more: