২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2022 28th edition) উৎসবে নক্ষত্র সমাবেশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (netaji indoor stadium)। অন্য মেজাজে ধরা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী ও অমিতাভ বচ্চন জায়া বাংলার ঘরের মেয়ে জয়া বচ্চন (Jaya Bachchan)। ২০১৯-এ আমন্ত্রিত থাকলেও অসুস্থতার কারণে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সেই নিয়ে কৌতুকের সুরে জয়া বলেন, কখনও পা ভাঙছেন, কখনও হাত ভাঙছেন। মাথাটা যে এখনও ঠিক আছে, এটাই অনেক। মজার ছলে আরও বললেন জামাইয়ের সামনে মেয়ের অত কদর নেই। মনে করিয়ে দিলেন অমিতাভ বচ্চন ও কলকাতার সঙ্গে দু'জনের নিবিড় সম্পর্ক। জয়ার সরস কথাবার্তায় হাসি-হুল্লোড় ওঠে ভরা স্টেডিয়াম জুড়ে।
অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কথাতেও ছিল বড় চমক। বলিউডে প্রেমীদের কাছে শত্রুঘ্ন ও অমিতাভের পেশাদার সম্পর্ক যে তেমন সুখের ছিল তা নয়। তবে প্রাজ্ঞ রাজনীতিবিদের মতো অমিতাভ বচ্চনের ৮০তম জন্ম বর্ষ উপলক্ষে অভিনেতার ভূয়সী প্রশংসা করে তাঁকে দেশের ন্যাশনাল আইকন বলে ঘোষণা করলেন তিনি। তবে শাহরুখকেও ভোলেননি তিনি। শত্রুঘ্ন বলেন, জনপ্রিয়তার নিরিখে শাহরুখের মতো তারকাকে এবার থেকে ন্যাশনাল হিরো বলে ডাকা উচিত। আবার স্টেডিয়াম মেতে ওঠে হাততালিতে। উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। শাহরুখের পাশাপাশি রানি মুখার্জির উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় শত্রুঘ্নের মুখে। আর তৃণমূল সাংসদ শত্রুঘ্নের গলায় মমতা বন্দনা তো ছিলই। বারবারই তিনি মমতার কথা বলেন সংক্ষিপ্ত ভাষণে।
Find out more: